Categories: Automobile

ভরা বর্ষায় গাড়ি চালান নিশ্চিন্তে, গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিসিং অফার আনল Renault

সিনেমার পর্দায় বর্ষার মরশুম যতটা রোমান্টিকতা নিয়ে আসে বাস্তব পরিস্থিতি হয় তার ঠিক উল্টো। এই সময় গাড়ির মালিকদের বাড়তি সতর্ক থাকার প্রয়োজন। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এবং রাস্তাঘাট কাদা কিংবা জলমগ্ন হওয়ায় গাড়ির যন্ত্রাংশ অতি দ্রুত নোংরা এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই এই সময় গুলিতে প্রতিনিয়ত গাড়ির রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। এই বিষয়টি সহজতর করতে গ্রাহকদের সুবিধার্থে এক বিশেষ অভিযানের আয়োজন করলো রেনো ইন্ডিয়া (Renault India)। যা বর্ষাকাল উপলক্ষে আয়োজিত আফটার সেল সার্ভিস সংক্রান্ত একটি ক্যাম্পেইন।

গোটা দেশজুড়ে ছড়িয়ে থাকা রেনোর সমস্ত ডিলারশিপ এর কাছ থেকেই চলতি মাসের ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত মিলবে এই পরিষেবা। এর মধ্যে থাকছে সংস্থার নিজস্ব প্রশিক্ষিত কর্মচারীদের মাধ্যমে সম্পূর্ণ গাড়ির কমপ্লিমেন্টারি চেকআপের ব্যবস্থা। এর ফলে গোটা বর্ষাকাল জুড়েই নিশ্চিতভাবে দূরে কোথাও পাড়ি দিতে পারবেন রেনো এর সকল গ্রাহক।

Renault India Monsoon Camp

বর্ষাকালের কথা ভেবে আয়োজিত এই বিশেষ ক্যাম্পে সবকটি গাড়ির সমস্ত ফিচার সঠিকভাবে কার্যকরী কিনা তা প্রথমেই খুঁটিয়ে দেখা হবে। প্রায় এক সপ্তাহব্যাপী এই কর্মযজ্ঞে যে সমস্ত গ্রাহক এই পরিষেবা পাওয়ার জন্য নিকটবর্তী ডিলারশিপে উপস্থিত হবেন তাদের জন্য থাকছে আরো বেশ কিছু আকর্ষণীয় অফার। সংস্থার বিশেষ কিছু যন্ত্রাংশের উপর থাকবে ১০% ছাড় এবং আরো বেশ কিছু এক্সেসরিজের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে এতে। এছাড়াও লেবার চার্জের উপর থাকছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। এখানেই শেষ নয়, প্রতিটি গাড়ির জন্য অতিরিক্ত ওয়ারেন্টি এবং রোড সাইড অ্যাসিস্টেন্স নেওয়ার ক্ষেত্রে রেনোর তরফে ১০% ডিসকাউন্ট অফার হিসেবে দেওয়া হবে।

মনসুন ক্যাম্প সম্পর্কে রেনো ইন্ডিয়ার সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুধীর মালহোত্রা বলেছেন, “সমগ্র ভারতব্যাপী আমাদের প্রিয় গ্রাহকদের জন্য এই মনসুন ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের সংস্থা সবসময় গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করা এবং তাদের অসামান্য অনুভূতি প্রদান করার জন্য বদ্ধপরিকর।”

এছাড়াও তিনি আরও বলেন যে, “বর্ষার সময় এই খারাপ আবহাওয়ায় আমাদের সমস্ত গাড়ির পারফরম্যান্স এবং সুরক্ষা ব্যবস্থাকে উন্নততর করার উদ্দেশ্যেই এই মনসুন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের দক্ষ কর্মচারীদের মাধ্যমে কমপ্লিমেন্টারি কার চেকআপ আকর্ষণীয় অফার প্রধানের মাধ্যমে আমাদের গ্রাহকদের অবর্ণনীয় অভিজ্ঞতা প্রদান করা হবে।”

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago