Royal Enfield Bike Explodes

গরমে বোমার মতো ফাটল রয়্যাল এনফিল্ডের বাইক, আহত 10 জন, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

ভারতের বেশিরভাগ গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড ছাড়িয়েছে। আট থেকে আশি, সকল মানুষের তাই নাজেহাল অবস্থা। এই তীব্র গরমে হামেশাই আইসি ইঞ্জিন চালিত বাইকে আগুন ধরে যাওয়ার ঘটনা অনলাইনে দেখা যায়। ফের এক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) একটি বাইক রাস্তায় পুড়ছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ভিড়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত চোখের নিমেষে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।

Royal Enfield বাইকে বিস্ফোরণে আহত অনেক

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের মুঘলপুরা’য় বিবি বাজার রোডে। একটি রয়্যাল এনফিল্ড বাইকে আচমকা আগুন ধরে যায়। নজরে আসতেই বসে থাকা ব্যক্তি তৎক্ষণাৎ প্রাণ বাঁচাতে নিজের বাইক ফেলে নিরাপদ স্থানে চলে যান। বিপজ্জনক পরিস্থিতি দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুন ধরে যাওয়া বাইকটি কোন মডেলের, তা স্পষ্ট ভাবে বলা সম্ভব নয়। ছবিতে দেখে অনুমান করা হচ্ছে, এটি Royal Enfield Classic 350 অথবা Bullet 350।

আগুন নেভানোর জন্য কয়েকজন মোটরসাইকেলের একদম সামনে চলে আসে। কেউ জল দিয়ে, আবার কেউ বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এমনকি পাশে একজন পুলিশ কর্মীর দেখাও মেলে। কিন্তু এত কিছু সত্ত্বেও আগুন নেভানো যাচ্ছিল না। এরপরই সেই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

কয়েক সেকেন্ডের মধ্যে অকস্মাৎ মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক গ্রাস করে আগুন। ফলস্বরূপ বিস্ফোরণ ঘটতে দেখা যায়। কাছে থাকা প্রায় ১০ জনের মত ব্যক্তি আহত হন। ভিডিওতে দেখা যায় একজনের গায়ে গুরুতরভাবে আগুন লেগে গেছে। তাঁরা সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসারত। এখন বিষয় হচ্ছে, কোনও বাইকে আগুন ধরে গেলে কী করা উচিত? প্রথমত, দমকল বিভাগে খবর দেওয়া উচিত। আগুন নেভানোর জন্য কোন উপযুক্ত নির্বাপক যন্ত্র থাকলে সেটির ব্যবহার করা বাঞ্ছনীয়।