দেশজুড়ে শোরগোল! রয়্যাল এনফিল্ডের নতুন বাইকের ছবি লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল

দীর্ঘদিন ধরেই Royal Enfield Classic 350 Bobber বাইকটির লঞ্চ নিয়ে ভারতে জল্পনা চলছে। ইতিমধ্যেই একাধিক প্রতিবেদনে চলতি বছর বাইকটি লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে।…

দীর্ঘদিন ধরেই Royal Enfield Classic 350 Bobber বাইকটির লঞ্চ নিয়ে ভারতে জল্পনা চলছে। ইতিমধ্যেই একাধিক প্রতিবেদনে চলতি বছর বাইকটি লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। সংস্থা কিছু না বললেও, এবার ক্লাসিকের এই আপকামিং ববার ভার্সনের সাদা কালো পেটেন্ট ইমেজ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। ফলে Royal Enfield Classic 350 Bobber এর ডিজাইন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া গিয়েছে।

Royal Enfield Classic 350 Bobber এর ডিজাইন ফাঁস হল

আগের বিভিন্ন স্পাই শট ও পেটেন্ট ডিজাইন থেকে এটি স্পষ্ট যে, Classic 350-র তুলনায় Royal Enfield Classic 350 Bobber-এ বেশ কিছু নতুন এলিমেন্টের দেখা মিলবে। আগে ফাঁস হওয়া ছবিতে বাইকটিতে সিঙ্গেল সিট সেটআপ দেখা গেলেও, নতুন পেটেন্ট ইমেজে ডুয়েল সিট করার অপশন রয়েছে। Royal Enfield Shotgun 650 মডেলেও যা প্রত্যক্ষ করা গেছে।

Royal Enfield Classic 350 Bobber-এ এমন স্প্লিট গ্র্যাবরেল লক্ষ্য করা গিয়েছে, যা রয়্যাল এনফিল্ডের কোনও বাইকে ব্যবহার করা হয়নি। এটির মাটি থেকে উচ্চতা ক্লাসিক ৩৫০ এর তুলনায় বেশি। স্পোক হুইল সহ হোয়াইট ওয়াল টায়ার ববার স্টাইলকে আরও ফুটিয় তুলেছে।

Royal Enfield, Royal Enfield Classic 350, Royal Enfield Classic 350 Bobber, Royal Enfield Classic 350 Bobber Design, Royal Enfield Classic 350 Bobber Price

Royal Enfield Classic 350 Bobber সংস্থার অন্যান্য ৩৫০ সিসি বাইকের মতো J-সিরিজের ৩৪৯ সিসি ইঞ্জিনে ছুটবে। যা Classic 350, Bullet 350, Hunter 350 ও Meteor 350-তেও ব্যবহার হয়েছে। ইঞ্জিনটির আউটপুট ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম। সঙ্গে থাকবে ৫-গতির গিয়ারবক্স।

Royal Enfield Classic 350 Bobber-এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে বাল্ব ইলুমিনেশনে, এলসিডি ইনসেট সহ একটি অ্যানালগ কনসোল, ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্রিপার নেভিগেশন ডায়েল। হার্ডওয়্যার সেটআপে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক এবং সামনে ও পেছনে ডিস্ক ব্রেক। এই ববার বাইকটির দাম ২.৩০ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।