Royal Enfield নাকি Benelli? 350cc ইঞ্জিন সেগমেন্টে কোন মোটরসাইকেল কিনলে লাভ

ভারতের ৩৫০ সিসির বাইকের জগতে সবচেয়ে জনপ্রিয় মডেল হল Royal Enfield Classic 350। বিগত কয়েক দশক ধরেই লক্ষ লক্ষ ভারতবাসীর স্বপ্নের কান্ডারী হয়ে ছুটে চলেছে এটি। ২০২১ সালে নতুন জেনারেশনের ক্লাসিক ৩৫০ যেন নব জোয়ার নিয়ে এসেছিল এদেশে। বিভিন্ন বাইক নির্মাতা ক্লাসিক ৩৫০ এর প্রতিপক্ষ মডেল লঞ্চ করলেও তারা এর সমান হয়ে উঠতে আজও ব্যর্থ। তবে এই সেগমেন্টে যদি আপনি প্রিমিয়াম কোনো মোটরসাইকেল কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই বেনেলির তরফে রয়েছে Imperiale 400। কোনো কোনো গ্রাহকের কাছে ক্লাসিক ৩৫০ এর পরিবর্তন হিসেবে উঠে এসেছে এই বাইকটি। আজকের এই প্রতিবেদনে ক্লাসিক ৩৫০ এবং ইম্পেরিয়ালে ৪০০ বাইক দুটির মধ্যে তুল্যমূল্য আলোচনা তুলে ধরা হলো।

Royal Enfield Classic 350 vs Benelli Imperiale 400: লুকস

ডিজাইন ও লুকের কথা বলতে গেলে উভয় ক্ষেত্রেই পুরোনো দিনের রেট্রো ডিজাইনকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সামনের দিকে গোল হেডলাইট থেকে শুরু করে টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, স্লিট সিট সেটআপ এবং স্পোক যুক্ত চাকা দেখতে পাওয়া যায় দুটি বাইকের মধ্যেই।

Royal Enfield Classic 350 vs Benelli Imperiale 400: ইঞ্জিন স্পেসিফিকেশন

আগেই বলেছি বছর দুয়েক আগে রয়্যাল এনফিল্ড তার এই জনপ্রিয় ক্লাসিক ৩৫০ এর মধ্যে বড়সড় পরিবর্তন নিয়ে আসে। এরমধ্যে অন্যতম হলো J প্লাটফর্ম এর ইঞ্জিন। পরবর্তীকালে এই একই ইঞ্জিন মিটিয়র ৩৫০ এবং হান্টার ৩৫০ এর মধ্যেও যুক্ত করা হয়েছে। ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড ইঞ্জিন একে চালিকা শক্তি যোগায়। এই ইঞ্জিনটি ৬১০০ আরপিএম গতিতে ২০.২ এইচপি শক্তি এবং ৪০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

অন্যদিকে বেনেলি ইম্পেরিয়ালে তে অধিক ডিসপ্লেসমেন্ট যুক্ত ৩৭৪ সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। তবে এই ইঞ্জিনটি থেকেও ক্লাসিক এর মতোই ৬১০০ আরপিএম গতিতে ২০.২ এইচপি শক্তি এবং ৪০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। উভয় ক্ষেত্রেই পাঁচ ধাপ যুক্ত গিয়ার বক্স দেওয়া হয়েছে।

Royal Enfield Classic 350 vs Benelli Imperiale 400: ফিচার্স

দুটি বাইকের মধ্যেই অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাওয়া যায়। তবে সাথে রয়েছে ছোট ডিজিটাল ডিসপ্লে যা বেসিক কিছু তথ্য দেখতে সাহায্য করে। ইম্পেরিয়ালে ৪০০ বাইকটির মধ্যে টেকোমিটার এবং ক্লাসিক ৩৫০ এর মধ্যে ইউএসবি চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। এর পাশাপাশি মডেলের মধ্যেই ইনবিল্ট হ্যাজার্ড লাইট সুইচ বিদ্যমান।

Royal Enfield Classic 350 vs Benelli Imperiale 400: দাম

ক্লাসিক ৩৫০ এর এক্স শোরুম দাম ১.৯০ লাখ টাকা থেকে ২.২১ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। অন্য হাতে থাকা বেনেলি ইম্পেরিয়ালে ৪০০ তে রয়েছে একটি মাত্র ভ্যারিয়েন্ট। এটির এক্স শোরুম মূল্য ২.৩৫ লাখ টাকা।