Royal Enfield Guerilla: বাজার কাঁপিয়ে লঞ্চ হল রয়্যাল এনফিল্ডের নয়া বাইক গোরিলা 450

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০। এটি সংস্থার দ্বিতীয় ৪৫০ সিসির মোটরসাইকেল এবং নতুন প্রজন্মের হিমালয়ান বাইকের প্ল্যাটফর্মে তৈরি। ডিজাইনের নিরিখে…

Royal Enfield Guerrilla 450 Launched In India At Rs 2 39 Lakh

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০। এটি সংস্থার দ্বিতীয় ৪৫০ সিসির মোটরসাইকেল এবং নতুন প্রজন্মের হিমালয়ান বাইকের প্ল্যাটফর্মে তৈরি। ডিজাইনের নিরিখে গোরিলা দেখতে খুব ইউনিক ও এনফিল্ডের অন্যান্য মডেলের থেকে আলাদা। মর্ডান রেট্রো রোডস্টার স্টাইল রয়েছে এতে। দাম ২.৩৯ লক্ষ টাকা শুরু (এক্স-শোরুম)।। দাম ২.৩৯ লক্ষ টাকা শুরু (এক্স-শোরুম)।

বেস মডল ছাড়াও ড্যাশ ও ফ্ল্যাশ নামে আরও দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড গোরিলা। দাম যথাক্রমে ২.৪৯ লক্ষ ও ২.৫৪ লক্ষ (এক্স-শোরুম)। অনেকগুলো কালার অপশন পাবেন ক্রেতারা। এই নতুন বাইকের সামনে ১৪০ মিমি ট্রাভেল সহ ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ১৫০ মিমি ট্রাভেল সহ মোনোশক সেটআপ রয়েছে। ফ্রন্ট ও রিয়ারে ১৭ ইঞ্চি অ্যায়ল হুইল সহ যথাক্রমে ১২০/৭০ ও ১৬০/৬০ সেকশন টায়ার এই বাইকের অন্যতম আকর্ষণ।

রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ বাইকের দু’চাকায় ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক রয়েছে। বিশেষ ফিচার্সের কথা বললে, এতে এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, এলইডি টেললাইট, স্মার্টফোন কানেক্টিভিটি সহ ৪.০ ইঞ্চি গোল টিএফটি ডিসপ্লে, গুগল ম্যাপসের ফুল ম্যাপ নেভিজেশন, মিডিয়া কন্ট্রোল, ডুয়াল চ্যানেল এবিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইত্যাদি পাওয়া যাবে।

গেরিলায় হিমালয়ান ৪৫০-র মতো ৪৫২ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮,০০০ আরপিএম গতিতে ৪০.০২ পিএস পাওয়ার ও ৫,৫০০ আরপিএমে ৪০ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স, স্লিপার ও অ্যাসিস্ট ক্ল্যাচ উপলব্ধ।