Royal Enfield Guerrilla 450: শুধু হিমালয়ান নয়, 450 সিসির আরও বাইক আনছে এনফিল্ড, লঞ্চের আগেই নাম ফাঁস

২০২৩, ভারতের রেট্রো বাইকের অন্যতম নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর জন্য চরম ব্যস্ততাপূর্ণ একটি বছর। চেন্নাইয়ের সংস্থাটি ১ সেপ্টেম্বর নতুন প্রজন্মের Bulet 350 বাজারে হাজির করতে চলেছে। আবার এবছর নভেম্বরে আসছে বহু প্রতীক্ষিত Himalayan 450। তার আগে Classic 350-এর নির্মাতা ভারতে একটি নতুন নামের ট্রেডমার্ক দায়ের করেছে বলে জানা গেছে। সেটি হল – ‘গেরিলা ৪৫০’ (Guerrilla 450)। এটি সংস্থার আরও একটি নতুন ৪৫০ সিসি টু-হুইলারের নাম হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এর সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি।

Himalayan 450-এর উপর ভর করে Guerrilla 450 আনছে Royal Enfield

অনুমান করা হচ্ছে, পূর্বে Himalayan 411-এর উপর ভিত্তি করে যেমন Scram 411 আনা হয়েছিল, এবারেও আপকামিংাHimalayan 450-এর উপর ভর করে আসা বাইকটি Guerrilla 450 নামে আনা হবে। এর অফ-রোড সমক্ষতার উপর বেশি করে জোর দেওয়া হবে। হিমালয়ান-এর এই সহোদর ভিন্ন স্টাইলিংয়ের সাথে ক্যামো এবং স্টিল্থ পেইন্ট স্কিমে হাজির হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গেরিলা ৪৫০ থাকছে নবি টায়ার, যা অফ-রোডিংয়ের জন্য আদর্শ। এছাড়া দুর্গম রাস্তায় সাবলীলতা দেখাতে থাকছে ওয়্যার স্পোক এবং আপগ্রেডেড সাসপেনশন। হিমালয়ান ৪৫০-এর মতো এটি একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। যা অরিজিনাল মডেলটির চাইতে হালকা হবে। ৪৫০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৪০ বিএইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক উৎপন্ন হতে পারে।

আবার Royal Enfield Guerrilla 450-এ ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোলের দেখা মিলবে। এছাড়া রয়েছে আপসাইড ডাউন ফর্ক এবং একটি সিঙ্গেল সিলিন্ডার। বাইকটি একটি ৬-স্পিড ট্রান্সমিশন সমেত হাজির হতে পারে। এছাড়া থাকছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। যেখানে হিমালয়ান-এর বর্তমান মডেলে উপস্থিত ৫-গতির গিয়ারবক্স।

ভারতের মাঝারি আকারের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল মার্কেটে অবস্থান পাকাপোক্ত করতে রয়্যাল এনফিল্ড-এর অন্যতম কৌশল হিসেবে Himalayan ও Guerrilla 450-কে বেছে নেওয়া হয়েছে। এগুলি বাজারে উপস্থিত KTM 390 Adventure ও আসন্ন Triumph Scrambler 400X-কে প্রতিযোগিতার সম্মুখীন করবে।