Royal Enfield Himalayan-কে এই 5 ফিচারে টেক্কা দেবে Yezdi Adventure মোটরসাইকেল

অ্যাডভেঞ্চার মোটরসাইকে মার্কেটে Royal Enfield Himalayan একটি উজ্জ্বল নক্ষত্র। লং স্ট্রোক থাকার জন্য বাইকটি চালানো বেশ আরামদায়ক। আবার অ্যাডভেঞ্চার টুরিংয়ের কথা মাথায় রেখে আপরাইট আর্গোনমিক্স রয়েছে এতে। দূরে সফরের সুবিধার্থে স্কিড প্লেট, রিয়ার র‍্যাক প্লেট এবং জেরি ক্যান ও লাগেজের জন্য মাউন্টিং পয়েন্ট উপলব্ধ। তবে Yezdi Adventure লঞ্চ হওয়ার আগে এদেশে বাইকটির সরাসরি প্রতিদ্বন্দ্বী সেভাবে ছিল না। সম্প্রতি ইয়েজদি তাদের এই মোটরসাইকেলটি নতুন কালার স্কিম সহ লঞ্চ করেছে। Himalayan-এর সাথে জুঝে উঠতে কতটা সক্ষম এটি? এই প্রতিবেদনে Yezdi Adventure-এর সম্পর্কে পাঁচটি বিশেষ তথ্য জেনে নেব।

2023 Yezdi Adventure: ডিজাইন

মোটরসাইকেলটি ডিজাইনের নিরিখে খাঁটি অ্যাডভেঞ্চার টুরিং মডেলের ন্যায় দেখতে। এতে রয়েছে রাগেড স্টাইল। ডিজাইনের নতুন মাথা যোগ করতে Yezdi Adventure-এ উপস্থিত একটি উইন্ডস্ক্রিন, গোলাকৃতি লাইটিং এলিমেন্ট, একটি সাইড-স্লাঙ্গ হাই মাউন্টেড এগজস্ট, স্প্লিট সিট সেটআপ এবং স্পোক হুইল। বাইকটি তিনটি কালারে বেছে নেওয়া যায় – হোয়াইট আউট, ম্যাম্বো ব্ল্যাক এবং স্লিক সিলভার।

2023 Yezdi Adventure: ইঞ্জিন

ইয়েজদি অ্যাডভেঞ্চার-এ উপস্থিত একটি ৩৩৪ সিসি ইঞ্জিন। যা থেকে ২৯.৮৯ বিএইচপি ক্ষমতা এবং ২৯.৮৪ এনএম টর্ক উৎপন্ন হয়। এই একই ইঞ্জিন Jawa ও Yezdi মডেলেও দেওয়া হয়েছে। এতে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ সহ ৬-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে।

2023 Yezdi Adventure: নতুন আপডেট

ইয়েজদি অ্যাডভেঞ্চার ২০২৩ ভার্সনে ওবিডি-২ নির্গমন বিধি পালনকারী ইঞ্জিন সহ হাজির করেছে। এতে দেওয়া হয়েছে বৃহত্তম রিয়ার স্প্রকেট। এছাড়া এনভিএইচ লেভেলের উন্নয়ন ঘটানো হয়েছে। আবার নতুন ডিজাইনের মাফলারের জন্য এগজস্ট নোট আগের চাইতে সুমধুর হয়েছে।

2023 Yezdi Adventure: ফিচার্স ও দাম

Yezdi Adventure-এর ফিচারের প্রসঙ্গে বললে এতে উপস্থিত এবিএস মোড সহ ডুয়েল চ্যানেল এবিএস, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি পোর্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং অল এলইডি লাইটিং সহ ব্লুটুথ কানেক্টিভিটি। মোটরসাইকেলটির দাম ২.১৬ লক্ষ টাকা থেকে শুরু করে ২.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। কালার স্কিমের উপর মূল্য নির্ভরশীল।