বাজারে সুপারহিট Royal Enfield এর সবচেয়ে সস্তা মোটরসাইকেলের দামে পরিবর্তন

গত বছর আগস্টে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এর সবচেয়ে সস্তা রোডস্টার মোটরসাইকেল Hunter 350। ইতিমধ্যেই বাজারে সুপারহিট মডেল হিসাবে পরিচিতি পেয়েছে এটি। বিক্রি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে লঞ্চের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাইকটির দাম বৃদ্ধির কথা ঘোষণা করল চেন্নাইয়ের সংস্থাটি। এবারে Royal Enfield Hunter 350-এর দাম ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে।

Royal Enfield Hunter 350 এর নতুন দাম

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ তিনটি ভ্যারিয়েন্টে এদেশে উপলব্ধ – ফ্যাক্টরি সিরিজ, ড্যাপার সিরিজ ও রেবেল সিরিজ। প্রথমটির দাম বাড়ানো হয়নি। আগের মতোই এটি ১.৪৯ লাখ টাকায় কেনা যাচ্ছে। তবে ড্যাপার সিরিজ ও রেবেল ভ্যারিয়েন্টের মূল্য ৩,০০০ টাকা বাড়ানোর ফলে বর্তমানে এদের দাম হয়েছে যথাক্রমে ১.৭০ লাখ টাকা ও ১.৭৫ লাখ টাকা। আগে ছিল ১.৬৭ লাখ টাকা ও ১.৭২ লাখ টাকা (এক্স-শোরুম)।

Royal Enfield Hunter 350 ইঞ্জিন ও গিয়ারবক্স

Hunter 350-এর প্রতিপক্ষ হিসেবে এদেশে রয়েছে TVS Ronin, Jawa 43, Honda CB350RS ইত্যাদি। এতে রয়েছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এটি ৩৬.২ কিলোমিটার/লিটার মাইলেজ প্রদান করে।

প্রসঙ্গত, বর্তমানে রয়্যাল এনফিল্ড ভারতে একাধিক সেগমেন্টে টু-হুইলার লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছে নতুন প্রজন্মের Bullet 350, Himalayan 450। আবার সংস্থাটি ৪৫০ সিসির একটি নেকেড রোডস্টার মডেলের উপর কাজ করছে। যেটি Himalayan 450-এর উপর ভিত্তি করে আসবে। আবার আপকামিং লঞ্চের তালিকায় রয়েছে Shotgun 650 ও Continental GT 650।