দ্বিগুণ শক্তিশালী ইঞ্জিন দিয়ে Hunter 350 নতুন অবতারে লঞ্চের প্রস্তুতি সারছে Royal Enfield

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতে যে একাধিক সেগমেন্টে টু-হুইলার লঞ্চের প্রস্তুতি চালাচ্ছে, সে খবর ইতিমধ্যেই চাউর হয়েছে। ৩৫০, ৪৫০ এমনকি ৬৫০ সিসি ইঞ্জিনের একাধিক মোটরসাইকেলের…

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতে যে একাধিক সেগমেন্টে টু-হুইলার লঞ্চের প্রস্তুতি চালাচ্ছে, সে খবর ইতিমধ্যেই চাউর হয়েছে। ৩৫০, ৪৫০ এমনকি ৬৫০ সিসি ইঞ্জিনের একাধিক মোটরসাইকেলের উন্নয়নে হাত লাগিয়েছে তারা। যার মধ্যে অন্যতম Hunter 650। আপকামিং রেট্রো-মর্ডান বাইকটি সম্প্রতি চেন্নাইয়ে সংস্থার ফ্যাক্টরির সামনে টেস্ট রাইড নেওয়ার সময় দেখা গিয়েছে। প্রোডাকশন রেডি মডেলটি আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় ছিল।

Royal Enfield লঞ্চ করবে Hunter 650 বাইক

Hunter 350-র পর Hunter 650 আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। এতে সংস্থার মর্ডান ডিজাইনের ধারা বজায় রাখা হবে। টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি এলইডি হেডল্যাম্প ইউনিট, বার এন্ড মিরর সমেত চওড়া হ্যান্ডেলবার, সিঙ্গেল পিস রিব্ড প্যাটার্ন সিট, আপসোয়েপ্ট এগজস্ট এবং একটি সার্কুলার এলইডি টেলল্যাম্প ইউনিট থাকবে এতে। এছাড়া সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ওয়্যার স্পোক বা অ্যালয় হুইল ভ্যারিয়েন্টে হাজির হবে বাইকটি।

বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস সহ আসবে

হঠাৎ ব্রেক কষলে বা ভেজা রাস্তায় যাতে স্লিপ না কাটে তার জন্য রয়্যাল এনফিল্ড হান্টার ৬৫০ ডুয়েল চ্যানেল এবিএস সহ আসবে। আবার ব্রেকিং পারফরম্যান্স উন্নত করতে উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।এছাড়া সাসপেনশনের জন্য চিরাচরিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল গ্যাস চার্জড রিয়ার শক অ্যাবসর্বার উপস্থিত থাকবে।

পারফরম্যান্সের কথা বললে, মোটরসাইকেলটিতে সংস্থার অন্যান্য তিন ৬৫০ সিসি বাইকের ন্যায় ৬৪৮ সিসি, এয়ার ও অয়েল কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭এইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে দেওয়া হতে পারে ৬-স্পিড গিয়ারবক্স।

Royal Enfield Hunter 650: দাম কেমন হবে

আসন্ন রয়্যাল এনফিল্ড হান্টার ৬৫০ নিয়ে শেষ মুহূর্তের পরীক্ষা চালচ্ছে অর্থাৎ বর্তমানে উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে বাইকটি। আগামী বছর লঞ্চের সময় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটির বিস্তারিত তথ্য প্রকাশ করবে। দাম ৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলে অনুমান।