Royal Enfield Interceptor 650 Based Scrambler Likely To Be Launched This Festive Season

পুজো উপলক্ষে নতুন বাইক লঞ্চ করতে পারে Royal Enfield, দাম হবে 3.5 লাখের মধ্যে

৬৫০ সিসি মোটরসাইকেলের লাইনআপ বলিষ্ঠ করতে মরিয়া রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। তাদের লেটেস্ট মডেল হিসাবে Shotgun 650 লঞ্চ হয়েছে। এবারে আরও একটি মনমুগ্ধকর বাইক আনার পরিকল্পনা করছে সংস্থা। এটি এ বছর পুজোর মরসুমে ভারতে লঞ্চ করা হতে পারে। এটি আদতে একটি ৬৫০ সিসি স্ক্র্যাম্বলার বাইক। যা Royal Enfield Interceptor 650-এর উপর ভিত্তি করে আসছে। আসন্ন মডেলটির নামকরণ Royal Enfield Bear 650 হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Royal Enfield Bear 650 এ বছর পুজোয় ভারতে লঞ্চ হতে পারে

আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভারতের বাজারে পা রাখতে পারে Royal Enfield Bear 650। এটি লঞ্চ হলে ভারত এবং আন্তর্জাতিক বাজারে সংস্থার পোর্টফোলিওতে ৬৫০ সিসি মোটরসাইকেলের সংখ্যা হবে পাঁচ। স্পাই শট থেকে জানা গেছে, বাইকটির সামনে ১৯ ও পেছনে ১৭ ইঞ্চি স্পোক হুইল থাকবে। আবার বিদ্যমান ৬৫০ সিসির মডেলের তুলনায় বড় সাসপেনশন ট্রাভেল সমেত আসবে এই বাইক। অর্থাৎ এতে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিলবে, যা অফ-রোডিংয়ের জন্য উপযুক্ত।

রয়্যাল এনফিল্ডের আসন্ন ৬৫০ সিসি স্ক্র্যাম্বলার মডেলটি প্রযুক্তির দিক থেকে বিদ্যমান বাইকগুলির তুলনায় অত্যাধুনিক হবে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে এতে রয়েছে একটি গোলাকৃতি ডিজিটাল কনসোল। যা Himalayan 450-এও ব্যবহার করা হয়েছে। এছাড়া থাকতে পারে ব্লুটুথ কানেক্টিভিটি, জিপিএস নেভিগেশন এবং অল এলইডি লাইটিং।

Royal Enfield Bear 650-এর চাকায় এগিয়ে চলার শক্তি জগতে থাকবে একটি ৬৪৮ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে উপলব্ধ থাকবে ৬-স্পিড গিয়ারবক্স। দামের প্রসঙ্গে বললে এটি ৩.২০ লাখ থেকে ৩.৪০ লাখের মধ্যে আসতে পারে। সংস্থার পোর্টফোলিওতে এই বাইকের স্থান Royal Enfield Meteor 650 ও Shotgun 650-এর নিচে হবে।