Royal Enfield চলতি বছর এই তিনটি নতুন মোটরসাইকেল লঞ্চ করবে, লিস্ট রইল

২০২৩ শুরুই হয়েছিল রয়্যাল এনফিল্ড এর অন্যতম আকর্ষণীয় এবং ফ্লাগশিপ লেভেলের সুপার মিটিয়র ৬৫০ (Super Meteor) এর লঞ্চের হাত ধরে। এলইডি হেডল্যাম্প, ইউএসডি ফ্রন্ট ফর্ক, গুগল পরিচালিত ট্রিপার নেভিগেশন সিস্টেম, অ্যাডজাস্টেবল ক্লাচ এবং ব্রেক লিভার এইসবের মতো একাধিক ফিচার এটিতে ব্যবহার করা হয়েছে যা রয়্যাল এনফিল্ড এর ইতিহাসে প্রথম। তবে কেউ যদি মনে করে চলতি বছরের এটিই সংস্থার সবচেয়ে বড় বাইক লঞ্চ ইভেন্ট তবে জানিয়ে রাখি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ৬৫০ সিসি এবং ৪৫০ সিসি প্লাটফর্মের উপর নির্মিত একাধিক নতুন মডেল আনার জন্য পুরোদমে কাজ করে চলেছে এই সংস্থা। এবার দেখে নেওয়া যাক চলতি বছরে আগত রয়্যাল এনফিল্ড নতুন বাইক কোনগুলি।

New-Gen Royal Enfield Bullet 350:

নতুন প্রজন্মের বুলেট ৩৫০ আগামী কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। বেশকিছু নতুন পরিবর্তন দেখা যাবে এতে। সবচেয়ে বড় আপডেট হতে চলেছে এর ইঞ্জিনে। J সিরিজের ইঞ্জিনের উপর নির্মিত ক্লাসিক ৩৫০ থেকে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে এতে। পূর্ব ব্যবহৃত ৩৪৬ সিসির UHC ইঞ্জিনের পরিবর্তে ৩৪৯ সিসির এয়ার-অয়েল কুল্ড OHC ইঞ্জিন এই নতুন মডেলের চালিকা শক্তি যোগাবে।

ইঞ্জিনের আউটপুটের বিষয়ে বলতে গেলে ৬,১০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ২৭ এনএম টর্ক উৎপন্ন করবে এই নতুন ইঞ্জিনটি। সঙ্গে রয়েছে ফাইভ স্পিড ট্রান্সমিশন সিস্টেম। রয়্যাল এনফিল্ড দ্বারা নির্মিত এন্ট্রি লেভেলের রেট্রো বাইকের তকমা এবারেও হাতছাড়া করবে না নতুন জেনারেশনের বুলেট ৩৫০। তবে দাম বৃদ্ধি হয়ে হান্টার ৩৫০ এর দামের কাছেই অবস্থান করবে এটি। এমনকি হান্টার, ক্লাসিক, মিটিয়র এইসব মডেল গুলিতে ব্যবহৃত একই ধরনের টুইন ক্রেডেল চ্যাসিস দেখতে পাওয়া যাবে ২০২৩ এর বুলেট ৩৫০ তে।

Royal Enfield Himalayan 450:

এদেশের অ্যাডভেঞ্চার সেগমেন্টের দুই চাকার জগতে অন্যতম স্বনামধন্য নাম হিমালয়ান এতদিন পর্যন্ত ৪১১ সিসির ইঞ্জিন নিয়ে পাড়ি দিয়েছে লাদাখে। এবার এই বাইকটির সম্পূর্ণ নতুন ইঞ্জিন যুক্ত মডেল আসতে চলেছে কয়েক মাসের মধ্যেই। বেশ কিছু বার ভারতের রাস্তায় ৪৫০ সিসি হিমালয়ানের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। সম্ভবত চলতি বছরের দ্বিতীয় অর্ধেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলা হিমালয়ান ৪৫০ সরাসরি টক্কর দেবে অ্যাডভেঞ্চার সেগমেন্টের আরেক মহারথী- KTM 390 Adventure-কে। বাইকটিতে ৪০ বিএইচপি ক্ষমতা উৎপাদনকারী লিকুইড কুলিং প্রযুক্তিযুক্ত ৪৫০ সিসি ইঞ্জিন চলার প্রধান শক্তি যোগাবে। এর সম্ভাব্য এক শোরুম মূল্য ২.৮ লাখ টাকার আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে।

Royal Enfield Shotgun 650:

নিজেদের ৬৫০ সিসির সেগমেন্টকে ঢেলে সাজাতে বেশ কয়েকটি নতুন বাইক এই তালিকায় যুক্ত করতে তৎপর রয়্যাল এনফিল্ড। এর মধ্যে যেমন রয়েছে স্ক্র্যাম্বলার, অ্যাডভেঞ্চার এমনকি ফেয়ারিং যুক্ত Continental GT650। তবে ইতিমধ্যেই প্রদর্শিত SG650 কনসেপ্ট এর উপর একটি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল আন্তর্জাতিক ক্ষেত্রে লঞ্চ হবে চলতি বছরেই। সম্ভবত চলতি বছরের অটোমোবাইল শো EICMA-তেই আনুষ্ঠানিক মুক্তি ঘটবে এর। সদ্য লঞ্চ করা সুপার মিটিয়র থেকে ৬৪৮ সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন সহ আরও বেশ কিছু বৈশিষ্ট্য অনুকরণ করা হয়েছে এতে।