প্রথম দিনেই বিপুল সাড়া, Simple Energy-র ফ্ল্যাগশিপ ই-স্কুটার চালানোর জন্য কুড়ি হাজার আবেদন জমা পড়ল

টেস্ট রাইডের জন্য প্রথম পর্যায়ে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু করার চব্বিশ ঘন্টার মধ্যেই বিপুল সাড়া পেল বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy)। সংস্থার ফ্ল্যাগশিপ Simple One ইলেকট্রিক স্কুটার চালিয়ে পরখ করে দেখার জন্য প্রথম দিনেই রেজিস্ট্রেশন ছাড়িয়েছে কুড়ি হাজার। এমনটাই দাবি করা হয়েছে সংস্থার তরফে।

দেশজুড়ে ১৩টি শহরে টেস্ট রাইডের কর্মসূচী চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০-২২ জুলাই সিম্পল এনার্জির জন্মস্থান বেঙ্গালুরু শহরে প্রথম টেস্ট রাইড সম্পন্ন হবে। তারপর একে একে চেন্নাই, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র (মুম্বই ও পুণে), পানাজি, আমেদাবাদ, ইন্দোর-সহ বেশ কিছু শহর ঘুরে ১৫ সেপ্টেম্বর ওড়িশায় টেস্ট রাইডের পরিসমাপ্তি ঘটবে‌‌। এছাড়াও, পরবর্তীতে দেশের বিভিন্ন শহরেও টেস্ট রাইডের আয়োজন করা হবে।

টেস্ট রাইডের পর ডেলিভারি দেওয়া শুরু হবে। যা জুলাই থেকে হওয়ার কথা ছিল। সেপ্টেম্বর পর্যন্ত ডেলিভারি পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে সংস্থার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, দেশে যে হারে বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে স্কুটার নির্মাণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার খুব শীঘ্রই  কিছু মাপকাঠি বেঁধে দিতে পারে কেন্দ্র। এর ফলে কারণেই ‘ধীরে চলো’ নীতিতে আস্থা রাখছে সিম্পল এনার্জি।

এপ্রিল পর্যন্ত ৫৫,০০০-এর বেশি বুকিং পেয়েছে Simple One। স্কুটারটির স্ট্যান্ডার্ড মডেলের দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) এবং ডুয়াল ব্যাটারি ভ্যারিয়েন্টের মূল্য ১,৪৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। সাধারণ মডেলের রেঞ্জ ২৩৬ কিমি। তবে দামী মডেলটি একচার্জে রেঞ্জ ৩০০ কিমি পর্যন্ত চলতে পারবে বলে দাবি করা হয়েছে।