Categories: Automobile

Simple One: পেট্রল ছাড়াই একটানা 300 কিমি ছুটবে! দেশের দ্রুততম স্কুটার লঞ্চ হচ্ছে মে মাসে

বেঙ্গালুরুর ইভি স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করল যে, আগামী ২৩ মে Simple One ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার বাণিজ্যিকভাবে লঞ্চ করবে তারা। প্রাথমিক পর্যায়ে নিজের জন্মস্থান অর্থাৎ বেঙ্গালুরুতেই লঞ্চ হবে এটি। তারপর ব্যাটারি চালিত স্কুটারটি ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও পা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে Simple One মডেলটির ডেলিভারিও বেঙ্গালুরু থেকেই শুরু হবে বলে অনুমান।

Simple Energy আগামী ২৩ মে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার One লঞ্চ করছে

জোগান-শৃঙ্খলের সমস্যার কারণে সংস্থাটি তাদের সিম্পল ওয়ান স্কুটারের লঞ্চ একাধিকবার পিছিয়ে দিতে বাধ্য হয়ে যায়। সংস্থার দাবি এটি দেশের দ্রুততম স্কুটার এবং সাধ্যের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ইভি হিসেবে আসবে। নতুন সুরক্ষা বিধি মেনে এতে ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এমনকি একে সেগমেন্টের সুরক্ষিততম ব্যাটারি বলে দাবি করেছে সিম্পল।

তামিলনাড়ুতে সম্প্রতি উদ্বোধন হওয়া সিম্পল ভিশন ১.০ কারখানায় ওয়ান এর উৎপাদন শুরু করা হবে। অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস বা এআইএস (AIS) ১৫৬ সংশোধনী ৩ মেনে স্কুটারটির তৈরি হয়েছে বলে কোম্পানি জানিয়েছে। সিম্পলের বক্তব্য, গত দুই বছর ধরে বৈদ্যুতিক দু’চাকা গাড়িটির উপর কঠোর পরীক্ষা চালানো হয়েছে। ফলে সুরক্ষার বিষয়ে ক্রেতাদের দুশ্চিন্তার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছে সংস্থা।

Simple One : ব্যাটারি, রেঞ্জ ও মোটর

সিম্পল ওয়ান ই-স্কুটারের প্রসঙ্গে বললে, এতে রয়েছে একটি ৪.৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যা সম্পূর্ণ চার্জে ২৩৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। আবার অতিরিক্ত ব্যাটারি যোগ করলে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বাড়ানো যাবে। ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত একটি ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যার আউটপুট ১১ বিএইচপি এবং ৭২ এনএম ।

Simple One : ফিচার্স

ফিচার হিসেবে Simple One-এ উপস্থিত এলইডি হেডল্যাম্প সহ টেল ল্যাম্প, ৪জি কানেক্টিভিটি সহ একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মিউজিক এবং কলের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি, অনবোর্ড নেভিগেশন সিস্টেম, বিভিন্ন রাইডিং মোড, প্রভৃতি। স্কুটারটি চারটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – অ্যাজিওর ব্লু, ব্র্যাজেন ব্ল্যাক, গ্রেস হোয়াইট এবং নাম্মা রেড।

Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago