Ola, Ather-র পর সস্তায় ব্যাটারি স্কুটার আনছে Simple Energy, মাইলেজ হতে পারে 180 কিমি

ফেম-২ প্রকল্পে কেন্দ্র ভর্তুকি কমানোর পর ভারতের বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় কম দামি মডেল লঞ্চের হিড়িক পড়েছে। Ola Electric, Ather Energy-র পর এবারে বেঙ্গালুরুর ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) সেই পথে হাঁটতে চলেছে। ভারতে ‘Dot One’ ও ‘Simple Dot One’ নামের ট্রেডমার্ক দায়ের করতেই এই নিয়ে জল্পনা বেড়েছে। অনুমান করা হচ্ছে, এগুলি সংস্থার সবচেয়ে সস্তার ই-স্কুটার হিসেবে আসবে। এবং একে অপরের দুই ভ্যারিয়েন্ট হতে পারে।

Dot One ও Simple Dot One ইলেকট্রিক স্কুটার

গত মে মাসে সিম্পল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ওয়ান (One) লঞ্চ করেছিল। জানা গেছে, সংস্থার আসন্ন মডেলটি Ather 450S, Ola S1 Air ও TVS iQube-কে টেক্কা দেবে। Simple Dot One ও Dot One অক্টোবরের শুরুতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফুল চার্জে ১৮০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে সূত্রের দাবি। এটি ওয়ান-এর সমান প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে, তবে দাম কম রাখতে ফিচারের তালিকা কাঁটছাট হতে পারে।

Simple One-এর বর্তমান বাজার মূল্য ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম, ফেম-২ সাবসিডি ধরে) থেকে শুরু। দাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি একটি প্রিমিয়াম মডেল। প্রাথমিক পর্যায়ে এটি ১.১০ লক্ষ টাকায় হাজির করা হবে বলে ঘোষণা করে সিম্পল। কিন্তু পরবর্তীতে ফেম-২ প্রকল্পে কেন্দ্র ভর্তুকি কমানোর ফলে এর দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা।

তবে তুলনামূলক সস্তার Simple Dot One ও Dot One-এর দাম সাধারণ রোজগেরে মানুষের নাগাল্যান্ড মধ্যেই রাখা হবে বলে আশা করা যায়। One-এর প্রসঙ্গে বললে, এতে রয়েছে ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর যা থেকে ৪.৫ কিলোওয়াট শক্তি এবং ৭২ এনএম টর্ক উৎপন্ন হয়। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ২.৭৭ সেকেন্ড সময় লাগে। স্কুটারটির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১০৫ কিলোমিটার। অর্থাৎ দেশের মধ্যে সর্বোচ্চ গতিবেগ যুক্ত বৈদ্যুতিক স্কুটারগুলি মধ্যে অন্যতম মডেল এটি।

Simple One-এ উপস্থিত একটি ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। পুরোপুরি চার্জে এটি ২১২ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। এদিকে Simple Dot One ও Dot One ই-স্কুটার দুটি তামিলনাড়ুতে সংস্থার শোলাগিরির কারখানায় তৈরি হবে বলে জানা গেছে। এখানকার বার্ষিক উৎপাদনের সক্ষমতা ১০ লক্ষ ইউনিট। এখনও পর্যন্ত কেবলমাত্র বেঙ্গালুরুতে Simple One-এর ডেলিভারি শুরু হয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও ডেলিভারি দেওয়া শুরু করবে বলে জানিয়েছে সিম্পল।