Simple One ই-স্কুটার আরও শক্তিশালী হয়ে দেশের বাজারে আসছে, ছবি প্রকাশ করে ইঙ্গিত সংস্থার

গত বছর দেশের ৭৪তম স্বাধীনতা দিবসের দিন আত্মপ্রকাশ করেছিল সিম্পল ওয়ান (Simple One)। বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy)-র প্রথম ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার। সিম্পল ওয়ান-এর টেস্ট রাইড আগামী মে এবং ডেলিভারি জুন কে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে সংস্থাটির তরফে। আবার তিরিশ হাজারের বেশি বুকিং পেয়েছে বলে জানিয়ে সিম্পল এনার্জি।

ওলার থেকে শিক্ষা নিয়ে ব্যাটারিচালিত স্কুটারটির চাবি গ্রাহকদের হাতে তুলে দিতে দিতে যে বিশেষ তাড়াহুড়ো করা হচ্ছে না, সেটা আগেই স্পষ্ট করেছে তারা। ফলে বাজারে আনার আগে সিম্পল ওয়ান-কে আরও উন্নত করে তুলতে উঠেপড়ে লেগেছে সিম্পল এনার্জি। উৎপাদনের জন্য চূড়ান্ত মডেলটি আরও বেশি পাওয়ার এবং আপগ্রেডেড ফিচারের সাথে আসবে। সেগুলি সম্পর্কে বিস্তারিত জানানোর আগে সিম্পল ওয়ান-এর নতুন ইলেকট্রিক মোটরের ছবি প্রকাশ করেছে সংস্থা।

সিম্পল এনার্জি-র প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার সুহাস রাজকুমার (Rajkumar) সেই আপগ্রেডেড মোটরের ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, লঞ্চের সময় সিম্পল ওয়ান সবচেয়ে শক্তিশালী তো ছিলই, কিন্তু ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে এর মোটর এখন অতুলনীয় স্পেসিফিকেশন অফার করবে বলে আমরা গর্বের সাথে জানাচ্ছি।

সুহাসের কথায়, সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের মোটর এখন ৭২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। যা এই সেগমেন্টের মধ্যে সর্বোচ্চ। সংস্থার আরও দাবি, ই-স্কুটারে এরকম কম্যাক্ট আকার-আয়তনের মোটরে এর আগে এতটা টর্ক অর্জিত হয়নি। পাশাপাশি নতুন মোটরের থার্মাল ম্যানেজমেন্ট এবং পারফরম্যান্স যেমন উন্নীত হবে, তেমনই ই-স্কুটারের এফিশিয়েন্সি ও অ্যাক্সেলারেশন পাওয়ার বাড়বে।

প্রসঙ্গত, সিম্পল এনার্জি-ই একমাত্র ইলেকট্রিক স্কুটার অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম), যারা নিজেদের মোটর ভারতের মাটিতেই বিকাশ এবং নির্মাণ করছে। সেটিকে চূড়ান্ত রূপ দিতে সংস্থার গবেষণা ও উন্নয়ন দলের সময় লেগেছে প্রায় দু’বছর। আবার ডিজাইনটিও পেটেন্ট করেছে তারা।

নতুন মোটরের আগমনে সিম্পল ওয়ান ই-স্কুটারে ৪.৮ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি প্যাক রাখা সুবিধাজনক হবে, যা একচার্জে ২০০ কিলোমিটারের উপরে মাইলেজ দেবে। এই প্রসঙ্গে সুহাস বলেন, “একটি নিখুঁত বৈদ্যুতিক যানের চাবিকাঠি হল তার পারফরম্যান্স এবং এফিশিয়েন্সি। আমরা নিশ্চিত যে, গ্রাহকেরা এই দু’ক্ষেত্রেই দুর্দান্ত অভিজ্ঞতা পেয়ে রোমাঞ্চকর বোধ করবেন।”

উল্লেখ্য, গত ১৫ অগাস্টে সিম্পল এনার্জি ই-স্কুটারে লঞ্চের সময় দাবি করা হয়েছিল যে, এটি ইকো মোডে ২০৩ কিমি এবং আদর্শ পরিস্থিতিতে (শর্তাবলী প্রযোজ্য) ২৩৬ কিলোমিটার পর্যন্ত চার্জ ছাড়াই সফর করতে সক্ষম। স্কুটারে ২.৮৫ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার গতি উঠবে। সর্বোচ্চ গতিসীমা ঘন্টা প্রতি ১০৫ কিলোমিটার৷ মোটর আপগ্রেড করার ফলে স্কুটারটি আরও দ্রুত গতি তুলবে।

তামিলনাড়ুর ধর্মাপুরীতে ৬০০ একর জমির উপর বিশ্বের বৃহত্তম ই-স্কুটার কারখানা গড়তে স্ট্যালিন সরকারের সঙ্গে মৌ সাক্ষর করেছে সিম্পল এনার্জি। সেখানে আগামী পাঁচ বছর ধরে ২৫০০ কোটি টাকা লগ্নি করবে বলে ঘোষণা করেছে তারা। সংস্থার লক্ষ্য, বছরে ১ কোটির বেশি ই-স্কুটার তৈরি করে বিশ্বের বৃহত্তম দু’চাকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থায় পরিণত হওয়া।