Vivo S17 Pro: দুর্ধর্ষ ক্যামেরা দিয়ে নতুন ফোন রেডি করছে ভিভো, লঞ্চের আগেই ফিচার্স চলে এল সামনে

গত বছর ডিসেম্বর মাসে ভিভো (Vivo) তাদের S16 সিরিজটি বাজারে লঞ্চ করেছিল। সম্প্রতি কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে চীনের বাজারের জন্য কোম্পানিটি বর্তমানে পরবর্তী প্রজন্মের S17 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে। লাইনআপে অন্তর্ভুক্ত Vivo S17e (V2285A), Vivo S17 (V2283A) এবং Vivo S17 Pro (V2285A)- এই তিনটি মডেল আগামী মাসে বাজারে পা রাখতে পারে। আবার শোনা যাচ্ছে, এই ডিভাইসগুলির মধ্যে কয়েকটি বিশ্ব বাজারে Vivo V29 সিরিজের ফোন হিসাবে রিব্র্যান্ড করা হবে। আর এখন এক সুপরিচিত টিপস্টার উচ্চতর Vivo S17 Pro মডেলটির ক্যামেরা স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করেছেন। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Vivo S17 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন

ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Vivo S17 Pro-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সেন্টার ফোকাস সহ একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ পোর্ট্রেট ক্যামেরা থাকবে। যদিও টিপস্টার ফোনের নাম উল্লেখ করেননি, তবে পোস্টের কমেন্টে বিভাগে তিনি “S” অক্ষরের উল্লেখ করেছেন, যা ইঙ্গিত করছে যে, এটি সম্ভবত ভিভো এস১৭ প্রো।

ভিভো এস১৭ প্রো-তে চীনের ডিসপ্লে প্রস্তুতকারী সংস্থা বিওই (BOE)-নির্মিত ওলেড (OLED) কার্ভড-এজ ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটি ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে বলেও জানা গেছে। স্ট্যান্ডার্ড Vivo S17-এও একই ডিসপ্লের সাথে আসতে পারে। অর্থাৎ, ব্যবহারকারীরা এই নয়া ভিভো ফোনগুলি থেকে অসাধারণ দেখার অভিজ্ঞতা আশা করতে পারেন।

হার্ডওয়্যারের ক্ষেত্রে, Vivo S17 হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট দ্বারা চালিত হতে পারে, যেখানে ভিভো এস১৭ প্রো-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে। রেগুলার Vivo S17-তে ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম থাকতে পারে, আর এস১৭ প্রো ১৬ জিবি র‍্যামের সাথে আসতে পারে। S17 এবং S17 Pro উভয় মডেলই ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। এছাড়া, স্ট্যান্ডার্ড ও প্রো- দুটি মডেলই ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে, তবে এগুলির ব্যাটারির ক্ষমতা এখনও জানা যায়নি।