সদ্য লঞ্চ করা Simple One নাকি জনপ্রিয় TVS iQube, মাইলেজ ও ফিচারে সেরা কোন স্কুটার

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Simple One ইলেকট্রিক স্কুটার। রেঞ্জ সম্পর্কে সকলের চিরাচরিত ধারণা বদলে দিয়েছে এটি। বাজারে ই-স্কুটারটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে TVS iQube। এখন প্রশ্ন, TVS iQube ও Simple One-এর মধ্যে কোন ব্যাটারি চালিত স্কুটার দাম ও বৈশিষ্ট্যের বিচারে কয়েক ধাপ এগিয়ে? জানতে হলে প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন।

Simple One vs TVS iQube – ডিজাইন ও প্ল্যাটফর্ম

ডিজাইন আর ফিচারের দিক থেকে Simple One-এর এই মডেলটি অনেকাংশেই প্রতিপক্ষ Ather 450X-কে অনুসরণ করেছে। এটি টিউবুলার চ্যাসিসের ওপর ভিত্তি করে এসেছে স্কুটারটি। এর তির্যক ও স্লিক ডিজাইন তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট।অন্যদিকে TVS iQube ডিজাইনের দিক থেকে প্রথাগত ঘরানার। দেখলে অনেকেই জীবাশ্ম জ্বালানির স্কুটার ভেবে ভুল করতে পারেন। যে কারণে এটি বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করেছে।

Simple One vs TVS iQube – ব্যাটারি, রেঞ্জ এবং পারফর্ম্যান্স

Simple One-এ দেওয়া হয়েছে একটি ডুয়েল ব্যাটারি সেটআপ। একটি ফিক্সড এবং অপরটি রিমুভেবল। এর ৫ কিলোওয়াট আওয়ার ইউনিট ব্যাটারিটি ফুল চার্জে ২১২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতি ২.৭ সেকেন্ডে তুলতে পারবে।

অন্যদিকে, TVS iQube-এ উপস্থিত একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে যেটি ১০০ কিলোমিটার রেঞ্জ দেয়। ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ ৪.২ সেকেন্ডে তুলতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার। ব্যাটারিটি ৪ ঘন্টা ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়, যেখানে সিম্পল ওয়ানের ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৬ ঘন্টা।

Simple One vs TVS iQube – ফিচার্স এবং ইকুইপমেন্ট

Simple One ও TVS iQube-উভয় ই-স্কুটারে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, এলইডি লাইটিং, ১২ ইঞ্চি হুইল, কানেক্টিভিটি ফিচার যেমন নেভিগেশন ও স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি বৃহৎ টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল। এদিকে Simple One-এর উভয় চাকায় ডিস্ক ব্রেক থাকলেও TVS iQube-এর পিছনে ড্রাম ব্রেক উপস্থিত। পারফরম্যান্স ও লুকস বিচার করলে সিম্পল ওয়ান সেরা। তবে টিভিএস এর ভরসা এবং বাজারে ইতিমধ্যেই জনপ্রিয় হওয়ার কারণে আইকিউবও ভাল বিকল্প।