Categories: Automobile

পুজো উপলক্ষ্যে নতুন গাড়ি নেওয়ার পরিকল্পনা করছেন? আপনার জন্য সুখবর শোনাল সরকার

ভারতে প্রতি বছর পথ দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষকে প্রাণ হারাতে হয়। আর গাড়ি দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর অন্যতম কারণ পর্যাপ্ত সংখ্যায় এয়ারব্যাগের অনুপস্থিতি। যা নিয়ে গত বছর কড়া মনোভাব দেখিয়েছিল কেন্দ্রীয় সরকার। ভারতে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছিল যে, ২০২৩-এর ১ অক্টোবর থেকে বিক্রি হওয়া সমস্ত গাড়িতে কমপক্ষে ছয়টি এয়ারব্যাগ আবশ্যক। কিন্তু গাড়ির দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের উপর চাপ আসবে বলে কেন্দ্রের এই নির্দেশে দ্বিমত প্রকাশ করেছিল মারুতি সুজুকি (Maruti Suzuki)-র মতো আরও একাধিক নির্মাতা। অবশেষে ছয়টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করার অবস্থান থেকে সরে দাঁড়িয়ে কার্যত ডিগবাজি খেল কেন্দ্র। গতকাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গডকড়ী নিজে এ কথা বলেছেন।

দেশের প্যাসেঞ্জার ভেহিকেলে ছয়টি এয়ারব্যাগ আর বাধ্যতামূলক নয়

বুধবার একটি অটোমেটিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ইভেন্ট থেকে গডকড়ী বলেন, “আমরা ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা বিএনক্যাপ (BNCAP) চালু করেছি। সেখানে ফাইভ স্টার সেফটি রেটিং পাওয়ার জন্য কমপক্ষে ছ’টি এয়ারব্যাগ আবশ্যক। ফলে সুরক্ষা সচেতন ক্রেতাদের জন্য নির্মাতাদের ছ’টি করে এয়ারব্যাগ রাখতেই হবে।” তাই এটি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন তিনি। ফলে অতিরিক্ত এয়ারব্যাগ আবশ্যক না হওয়ার কারণে উৎসবের মরসুমে গাড়ির দাম বাড়ার সম্ভাবনা কমে গেল।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে এক বিবৃতি প্রকাশ করে গডকড়ী বলেছিলেন, ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ভারতের সমস্ত প্যাসেঞ্জার ভেহিকেলে ছয়টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করা হবে। একটি গাড়ি সংস্থার কর্তা জানান, “পুজোর আগে ছয়টি এয়ারব্যাগ বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত উত্তম বিষয়। অতিরিক্ত চারটি নতুন এয়ারব্যাগ যুক্ত হলে গাড়ির দাম কমপক্ষে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা বেড়ে যেত।”

তিনি যোগ করেন, বিগত চার বছরে ক্রমাগত কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং নতুন মাপকাঠি লাগু হওয়ার কারণে ছোট গাড়ির দাম ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। ফলে নতুন গাড়ি অনেকের ক্ষেত্রেই হাতের নাগালে বাইরে চলে গিয়েছে।” তাই ক্রেতাদের ওপর বাড়তি বোঝা চাপাতে নারাজ কেন্দ্র।

এদিকে ভারতেও রেটিং দেখে গাড়িতে সুরক্ষার মান যাচাই করার উদ্দেশ্যে ১ অক্টোবর থেকে নয়া নিয়ম আনছে কেন্দ্র। ইতিমধ্যেই ‘ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামের’ বা বিএনসিএপি খসড়া প্রকাশ করা হয়েছে। যারা এদেশে বিক্রিত এবং আমদানিকৃত গাড়ির ক্র্যাশ টেস্টের উপর ভিত্তি করে ‘স্টার রেটিং’ দেবে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

16 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

40 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago