Skoda India Sales: Kushaq-এর উপর ভর করে শ্রীবৃদ্ধি, 2022-এর জানুয়ারিতে স্কোডার 200% বিক্রি বাড়ল

২০২১-এ ভারতে দ্রুতগতিতে ডিলার এবং কাস্টমার টাচ পয়েন্টের সংখ্যা বৃদ্ধি, পাশাপাশি কুশাক (Kushaq) এসইউভি-র লঞ্চ, সুপরিকল্পিত পদক্ষেপের উপরে ভর করে বছরের প্রথমেই সুখবর শোনাল স্কোডা অটো ইন্ডিয়া (Skoda Auto India)। ২০২২-এর জানুয়ারিতে দেশে ৩০০৯টি গাড়ি বিক্রি করেছে তারা।

তুলনাস্বরূপ, গত বছরের একই সময়ে ১০০৪টি গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ ২০২১-এর জানুয়ারির চেয়ে বিক্রি ২০০ শতাংশ বেড়েছে। তবে গত বছরের ডিসেম্বরে এ দেশে স্কোডা ৩,২৩৪টি গাড়ি বিক্রি করেছিল। এতএব, ইয়ার-ওভাব-ইয়ার-ইয়ার গ্রোথে কামাল দেখালেও মান্থ-ওভার-মান্থ গ্রোথে একটু পিছিয়ে তারা।

স্কোডা জানিয়েছে, বিক্রির গতি বৃদ্ধিতে কুশাক মডেলের গাড়ির অবদান অনস্বীকার্য। উল্লেখ্য, সামনের মাসে একটি নতুন গাড়ি নিয়ে ভারতে হাজির হবে স্কোডা। তারা মার্চে লঞ্চ করবে স্লাভিয়া (Slavia) প্রিমিয়াম মিড-সাইজ সিডান। এটি সংস্থার মেড-ফর-ইন্ডিয়া-ইন্ডিয়া MQB-A0-IN প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি। আর এই প্ল্যাটফর্মের প্রথম গাড়ির নাম হল কুশাক।

অন্য দিকে, গত মাসে কোডিয়াক ফেসলিফ্ট (Kodiaq Facelift) লঞ্চ করে নতুন বছরে যাত্রা শুরু করেছে স্কোডা। একঝাঁক নতুন ফিচার ও নতুন বিএস-৬ আপডেটেড ইঞ্জিনের সঙ্গে দু’বছর পর গাড়িটির ভারতের বাজারে প্রত্যাবর্তন ঘটেছে। দাম শুরু হয়েছে ৩৪.৯৯ লক্ষ টাকা থেকে।