Skoda Electric Car: স্কোডা তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ভারতে আনছে, ছবি প্রকাশ্যে, ফুল চার্জে যাবে 500 কিমির বেশি

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন প্রতিযোগী হতে চলেছে Skoda Enyaq iV Electric এসইউভি। যা এদেশে স্কোডা (Skoda)-র প্রথম ব্যাটারিচালিত গাড়ি। সম্প্রতি প্রকাশ্য রাস্তায় ক্যামোফ্লেজ ছাড়াই Enyaq iV-এর ছবি ফাঁস হয়েছে। যা বিদ্যুৎচালিত গাড়িটির লঞ্চের জল্পনা জোরদার করেছে। এখন থেকেই ভারতীয় পরীক্ষানিরীক্ষার অর্থ সামনের বছরের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করতে পারে এটি‌ ছবি দেখে অনুমান, Skoda Enyaq iV 80X নামে ইলেকট্রিক এসইউভিটির সবচেয়ে উন্নত মডেলটিও ভারতে পা রাখতে চলেছে।

MEB আর্কিটেকচার এর উপর ভিত্তি করে তৈরি Skoda Enyaq iV আকারে নতুন Skoda Octavia-এর তুলনায় ছোট । তবে Skoda Kodiaq-এর সমান বুটস্পেস থাকবে এতে। Skoda Enyaq iV একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। মডেল অনুযায়ী পাওয়ার এবং রেঞ্জ ভিন্ন হবে।

মোট পাঁচটি ভ্যারিয়েন্ট আসতে পারে গাড়িটি। যার মধ্যে এন্ট্রি লেভেল Enyaq 50 iV-র মোটর থেকে উৎপন্ন হবে ১৪৬ বিএইচপি ক্ষমতা এবং ২২০ এনএম টর্ক। ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থেকে ৩৪০ কিমি রেঞ্জ মিলবে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিমি। এর অন্য মডেলগুলি থেকে ১৭৭ বিএইচপি/ ৩১০ এনএম, ২১০ বিএইচপি/ ৩১০ এনএম, ২৬১ বিএইচপি/ ৪২৫ এনএম আউটপুট পাওয়া যাবে। Skoda Enyaq RS iV হতে পারে সবচেয়ে শক্তিশালী ভ্যারিয়েন্ট, যা থেকে ৩০২ বিএইচপি ক্ষমতা ও ৪৬০ এনএম টর্ক উৎপন্ন হবে।

RS ভার্সনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮০ কিমি। ০-১০০ কিমি/ঘন্টা গতিবেগ ৬.২ সেকেন্ডে তুলতে পারবে। তুলনাস্বরূপ, এন্ট্রি লেভেল মডেলগুলির সময় লাগবে ১১.৪ সেকেন্ড। বাকি মডেলগুলিতে ৬২ কিলোওয়াট আওয়ার এবং ৮২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশন থাকবে৷ রেঞ্জ যথাক্রমে  ৩৯০ কিমি ও ৪৬০ কিমি রেঞ্জ। আর Enyaq 80 iV ট্রিম একচার্জে ৫১০ কিমি চলতে পারবে।

Skoda Enyaq iV-এর ব্যাটারি ১২৫ কিলোওয়াট ফাস্ট চার্জারের মাধ্যমে ৩৮ মিনিটে ৮০ শতাংশ চার্জ দেওয়া যাবে। আর ১১ কিলোওয়াট এসি ওয়াল চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ হতে ৮ ঘন্টা সময় লাগবে। তবে এই সময়কাল নির্ভর করছে ব্যাটারির সাইজের উপর।