Skoda Slavia India Launch: স্কোডা স্লাভিয়া 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে, বুকিং চালু

Skoda জানুয়ারি থেকে Slavia-র উৎপাদন শুরু করেছিল। ফলে জল্পনা শুরু হয়েছিল যে, এই মাঝারি সাইজের প্রিমিয়াম এসইউভি গাড়িটি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সংস্থাটি এবার গাড়িটির লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল। চলতি মাসের শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রাখতে চলেছে Skoda Slavia-র ২০২২ অবতার। তবে গাড়িটির দাম ৩ মার্চ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সুখবর এটাই যে, গাড়িটির টেস্ট ড্রাইভ এবং ডেলিভারি, লঞ্চের দিন থেকেই শুরু হবে। ইতিমধ্যেই এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অথবা Skoda-র ডিলারশিপ থেকে ১১,০০০ টাকার বিনিময়ে করা যাচ্ছে বুকিং।

পাওয়ারট্রেনের প্রসঙ্গে বলতে গেলে ২০২২ স্কোডা স্লাভিয়া (2022 Skoda Slavia) দুটি ইঞ্জিনের বিকল্পে আসতে চলেছে। ১.০ লিটার টিএসআই মোটরটি থেকে ১১৩ এইচপি এবং ১৭৮ এনএম আউটপুট পাওয়া যাবে। আবার ১.৫ লিটার টিএসআই ইঞ্জিনটি থেকে ১৪৮ এইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যাবে। উভয় ক্ষেত্রেই থাকছে ৬-গতির ম্যানুয়াল গিয়ার বক্স।

দাবি করা হয়েছে মিড-সাইজ সেডান গাড়ির সেগমেন্টে এটি হল সর্বাধিক শক্তিশালী। গাড়িটির ফিচারের মধ্যে দেখা মিলবে একটি টু-স্পোক স্টিয়ারিং হুইল, একটি ১০ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে দ্বারা স্মার্টফোনটি সংযুক্ত করা যাবে। এছাড়াও এতে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ইলেকট্রিক সানরুফ, ৬টি এয়ার ব্যাগ ইত্যাদি।

প্রসঙ্গত, Volkswagen গোষ্ঠীর ২.০ প্রকল্পের অধীনে নয়া Skoda Slavia হল দ্বিতীয় প্রোডাক্ট। Kushaq ও Rapid-এর ইঞ্জিন এবং বিভিন্ন যন্ত্রাংশ ভারতের বাজারে আসন্ন মডেলটিতে দেওয়া হয়েছে। আকারের দিক থেকে Slavia আবার Rapid-এর থেকেও বড়সড়। অন্যদিকে, বাজারে আসার পর Honda City, Hyundai Verna ও Maruti Suzuki Ciaz-এর সাথে জোরদার টক্কর চলবে 2022 Skoda Slavia-র।