Car Price Hike: দেশের অন্যতম শক্তিশালী সেডান গাড়ির দাম 60 হাজার টাকা বাড়ল

Skoda গত ফেব্রুয়ারি মাসে মাঝারি আকারের সেডান  Slavia-র নতুন সংস্করণ লঞ্চ করেছিল। ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম শুরু হয়েছিল ১০.৯০ লক্ষ টাকা থেকে। আর সর্বোচ্চ মূল্য ১৭.৭৯ লক্ষ ধার্য হয়। কিন্তু লঞ্চের চার মাস পেরোতেই Skoda Slavia মডেলের দাম বাড়ানোর ঘোষণা করা হল। একধাক্কায় মূল্য বেড়েছে ৬০ হাজার টাকা পর্যন্ত।

৩০ হাজার টাকা বেড়ে Skoda Slavia-র Active 1.0 MT (বেস) ভেরিয়েন্টের মূল্য ১০.৯৯ লাখে দাঁড়িয়েছে। আর ৬০ হাজার টাকা বৃদ্ধি পেয়ে Slavia-র প্রিমিয়াম Style 1.5 AT ভ্যারিয়েন্টের এখন নতুন দাম ১৮.৩৯ লক্ষ (এক্স-শোরুম)। শুধু দাম বৃদ্ধি নয়, স্কোডা নতুন স্লাভিয়ার ফিচারও আপডেট করেছে।

চিপের ঘাটতি থাকায় Skoda Slavia-র ১০ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন তুলে নিয়েছে কোম্পানি। তার পরিবর্তে এখন ৮.০ -ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। সেই জন্য গাড়িটিতে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর মতো ফিচার অনুপস্থিত। উল্লেখ্য, Slavia-র পাশাপাশি Kushaq এসইউভি-এর দাম ৭০ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে স্কোডা।

স্কোডা স্লাভিয়ার পারফরম্যান্সের প্রসঙ্গে আসলে, এতে ১.০ লিটার থ্রি সিলিন্ডার টার্বো-পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা ১১৫ পিএস পাওয়ার ও ১৭৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। আবার দামী ভ্যারিয়েন্টগুলিতে ১.৫ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন অপশন রয়েছে, যার আউটপুট ১৫০ বিএইচপি ও ২৫০ এনএম। ফলে এই সেগমেন্টে স্লাভিয়া সবচেয়ে শক্তিশালী সেডানের পরিচিতি পেয়েছে।