Steelbird IGN-8: গরমেও দেবে ঠান্ডার স্পর্শ, বাইকারদের জন্য জম্পেশ হেলমেট লঞ্চ করল স্টিলবার্ড

দেশের রাস্তায় দু’চাকা গাড়ি চালাতে হলে হেলমেট পরা বাধ্যতামূলক। তবে যেমন-তেমন হেলমেট মাথায় চাপালেই হল না। তাতে ন্যূনতম ভারত সরকারের স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন (ISI) এর ছাপ…

দেশের রাস্তায় দু’চাকা গাড়ি চালাতে হলে হেলমেট পরা বাধ্যতামূলক। তবে যেমন-তেমন হেলমেট মাথায় চাপালেই হল না। তাতে ন্যূনতম ভারত সরকারের স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন (ISI) এর ছাপ থাকা একান্ত আবশ্যক। বাইক চালকদের সুরক্ষিত রাখতেই এমন বন্দোবস্ত করেছে ভারত সরকার। হেলমেটের কথা বলতে গেলে বাজারে একেবারে প্রথম দিকে নাম রয়েছে স্টিলবার্ড (Steelbird) এর। এই সংস্থার তৈরি হেলমেটের গুণগতমান যথেষ্ট উন্নত এবং দামের দিক থেকে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে বহু বছর ধরে। সংস্থাটি বাইক ও স্কুটার চালকদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার নিয়ে এসেছে তাদের IGNITE সিরিজের নতুন IGN-8 হেলমেট।

Steelbird IGN-8 হেলমেট লঞ্চ হল ভারতে

স্টিলবার্ডের নতুন হেলমেটটি বেশ কিছু বিশেষত্ব নিয়ে এসেছে। সাধারণত হেলমেটের সামনে লাগানো ভাইজার সহ বডির সর্বত্রই দীর্ঘদিন ব্যবহার করার ফলে ঘষা খেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সমস্যা থেকে বাঁচতেই অ্যান্টি স্ক্র্যাচ কোটিং লাগানো রয়েছে হেলমেটের গায়ে। তাছাড়াও কুয়াশাচ্ছন্ন রাস্তায় কিংবা বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ বাইক চালাতে হলে সামনের ভাইজারে কুয়াশা জমতে দেখা যায়। এর ফলে ব্যাহত হয় সামনের দৃষ্টি। এই হেলমেটে শুরু থেকেই অ্যান্টিফগ লেন্স বর্তমান। পাশাপাশি ভাইজারের সঙ্গে রয়েছে কুইক রিলিজ মেকানিজিম।

হেলমেটের সামনে লাগানো ভাইজারের চারপাশে ক্রমের বর্ডার দেওয়া হয়েছে যা যথেষ্ট স্টাইলিশ লুক প্রদান করে। আমেরিকার সেফটি স্ট্যান্ডার্ড DOT (ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন) এর পাশাপাশি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর ছাড়পত্র পেয়েছে এটি। তাই সুরক্ষা ব্যবস্থার সঙ্গে বিন্দুমাত্র আপোষ করা হয়নি।

গ্রীষ্ম প্রধান দেশ ভারতের বেশিরভাগ সময়তেই গরমের তীব্রতা বেশি থাকে বলে হেলমেটে ভেন্টিলেশন সিস্টেম থাকা আবশ্যক। এই বিষয়টি মাথায় রেখেই IGN-8 হেলমেটটির সামনের দিকে মুখের নিচে এবং মাথার উপরে বাইরের ঠান্ডা হওয়া প্রবেশ করার পথ রাখা হয়েছে। মাথার পিছনের দিকে রয়েছে হাওয়া বেরিয়ে যাওয়ার জায়গা। সমগ্র হেলমেটটি উচ্চ ঘনত্ব যুক্ত এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন (EPS) দিয়ে তৈরি। এর ফলে বাইরের অভিঘাত থেকে মাথাকে সুরক্ষিত রাখা যাবে। এছাড়াও চিন প্যাড অংশেও EPS ব্যবহার করা হয়েছে।

সূর্যের আলোর ঝলকানির থেকে রাইডারের চোখ কে সুরক্ষিত রাখতে এই হেলমেটের সঙ্গে রয়েছে একটি আলাদা সানশিল্ড। এটি হেলমেটের একদম সামনের দিকেই যুক্ত। হেলমেটের মাথার পিছনের দিকে থাকছে একটি স্পয়লার। কেউ প্রয়োজনে হেলমেটের ভিতরের অংশে থাকা ফোমগুলি বের করে পরিষ্কার করতে পারবেন। সেই সুবিধা রয়েছে এতে। উপরন্তু ভাইজার লকিং সিস্টেম এই হেলমেটে দেখতে পাওয়া যায়।

Steelbird IGN-8: দাম, সাইজ

মিডিয়াম (৫৮০মিমি), লার্জ (৬০০ মিমি) এবং এক্সএল(৬২০ মিমি) এই তিনটি সাইজে উপলব্ধ Steelbirx IGN-8। এছাড়াও ভাইজারের রঙের উপর নির্ভর করে দুটি আলাদা মডেল রয়েছে হেলমেটে – একটি মনোকালার আর অন্যটি স্বচ্ছ ভাইজার। দাম শুরু হচ্ছে ৪,৬৯৯ টাকা থেকে।