Step by step guide on how to renew your vehicle registration certificate rc online or offline

বাড়ি বসে গাড়ি-বাইকের রেজিস্ট্রেশন রিনিউ কীভাবে করবেন? কী কী নথি লাগে? জানুন

গাড়ি কেনা মানে কিন্তু কেবলমাত্র অর্থ মিটিয়ে দেওয়াই নয়। এর সাথেই থাকে নানাবিধ পেপারওয়ার্ক ও মেইনটেনেন্স। যার মধ্যে অন্যতম প্রতি ছয় মাস অন্তর দূষণ শংসাপত্র রিনিউ করানো। এছাড়া প্রতি বছর বীমা ভরানোর চাপ তো রয়েছেই। আবার যানবাহনের বয়স ১৫ বছর পেরোলেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ বা আরসি (RC) করানোর বাড়তি বোঝা এসে চাপে কাঁধে। বর্তমানে আরসি, অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই রিনিউ করা যায়। চলুন এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন নথি ও পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করার জন্য যে যে নথি লাগবে

অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফর্ম ২৫ (পূরণ করতে হবে), ভেহিকেল ইন্সুরেন্স সার্টিফিকেট, প্যান কার্ড অথবা ফর্ম ৬০ অথবা ফর্ম ৬১ (যেটা প্রযোজ্য), পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট, ভেহিকেল ইঞ্জিন এবং চ্যাসিস নাম্বারের পেন্সিল প্রিন্ট, ফিটনেস সার্টিফিকেট, রোড ট্যাক্স পেমেন্টের প্রমাণপত্র, গাড়ির মালিকের স্বাক্ষরের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ও পরিচয়পত্র।

অনলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করানোর পদ্ধতি

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনে রিনিউ করাতে হলে পরিবহন সেবা পোর্টালে গিয়ে অনলাইন সার্ভিস বেছে নিন। এরপর ভেহিকেল রিলেটেড সার্ভিস সিলেক্ট করুন। এরপর নিজের রাজ্য বেছে নিন। পরবর্তীতে নিকটবর্তী আরটিও সিলেক্ট করে নেক্সট করুন। এরপর ড্রপডাউন লিস্ট থেকে আরসি রিলেটেড সার্ভিস বেছে নিয়ে রিনিউয়াল অফ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এখানে প্রয়োজনীয় যাবতীয় নথি যেমন ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর ও চ্যাসিস নম্বর দিতে হবে। এরপর ভেরিফাই ডিটেইলসে ক্লিক করে নেক্সট করলেই কাজ হাসিল।

অফলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করানোর পদ্ধতি

অফলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করাতে হলে নিকটবর্তী আরটিও অফিসে যান। সেখানে গিয়ে আরসি রিনিউয়াল ফর্ম দিতে বলুন। ফর্মটি সম্পূর্ণ পূরণ করে জমা দিন। তবে ফর্ম জমা করার আগে সবটা ঠিকঠাক পূরণ করা হয়েছে কিনা যাচাই করে দেখুন। এরপর আরসি রিনিউয়ালের জন্য ফিজ জমা করুন।

অফলাইনে আরসি রিনিউ করার ক্ষেত্রে অধিকাংশ সময়ে গাড়ি নিয়ে যেতে হয়। সেখানকার কর্তাব্যক্তিরা গাড়ির চ্যাসিস ও ইঞ্জিন নম্বর যাচাই করে দেখেন। এরপর আপনি ফর্মে যা লিখেছেন সেগুলি সঠিক কিনা, তা যাচাই করে দেখা হয়। সব ঠিকঠাক থাকলে নতুন আরসি’র জন্য ইস্যু করে দেয়া হয়। নতুন আরসি হাতে আসতে কিছুদিন সময় লাগে। তবে তার আগে আপনি যে আরসি রিনিউ করতে দিলেন, তার প্রমাণপত্র চেয়ে নিতে ভুলবেন না।