কার্বন স্টিল ফ্রেমের তৈরি টেকসই সাইকেল নিয়ে এল Tata, দাম, ফিচার্স সহ খুঁটিনাটি জেনে নিন

Published on:

Stryder Street Fire 21 Speed Bicycle Launched in India

আধুনিক পৃথিবীর প্রযুক্তি নির্ভর জীবনধারায় আমরা প্রত্যেকেই যেন যান্ত্রিকভাবে চলাচল করাটাকেই স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আজকালকার দিনে যে কোনো কষ্টের থেকে মুক্তি পাবার অতি সহজ উপায় রয়েছে আমাদের সবার কাছেই। যে কারণে মোটর ভেহিকেলের রমরমা এত বেশি। তবে চিকিৎসকরা আজও শরীর সুস্থ রাখতে শারীরিক কসরতের নিদান দিয়ে চলেছেন। তাই পায়ে হাঁটা কিংবা সাইকেল চালানোর মতো উপকারিতাকে অস্বীকার করা নির্বুদ্ধিতার পরিচয়। বাবা কাকাদের ব্যবহৃত পুরনো দিনের সাইকেলের পরিবর্তে বহুকাল আগেই স্টাইলিশ রেঞ্জের সাইকেল বাজার দখল করেছে। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে সেগুলিতে ঘটেছে আমূল পরিবর্তন। এই প্যাডেল করা সাইকেলের দুনিয়ায় আরও দুটি নতুন মডেল নিয়ে হাজির হলো টাটা গোষ্ঠীর জনপ্রিয় ব্র্যান্ড Stryder।

সংস্থার স্ট্রিট ফাইটার সিরিজের অন্তর্গত এই দুটি নতুন মডেল। প্রথমটি ডবল ওয়াল অ্যালয় রিম সমৃদ্ধ মাল্টি স্পিড Street Fire 21 Speed। আর অন্যটি Street Fire Single Speed Desert Strom এর নতুন কালার ভ্যারিয়েন্ট। অত্যন্ত পকেট সাশ্রয়ী মূল্যে যে সকল মানুষ শহরের মধ্যে অতি সহজেই চলাফেরা করতে ইচ্ছুক তাদের জন্য এই স্ট্রিট ফায়ার রেঞ্জের সাইকেল দুটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। ৯,৫৯৯ টাকা খরচ করে স্ট্রিট ফায়ার ২১ স্পিড মডেলটি বাড়িতে আনতে পারবেন আপনি। অন্যদিকে স্ট্রিট ফায়ার সিঙ্গেল স্পিড ডেজার্ট স্টর্ম রং এর মডেলটির দাম পড়বে মাত্র ৬,৯৯৯ টাকা।

শহরাঞ্চলের রাস্তায় চলাচলের উপযুক্ত ডিজাইন নিয়ে আত্মপ্রকাশ করেছে স্ট্রিট ফায়ার ২১ স্পিড। হালকা ওজনের ১৯ ইঞ্চির কার্বন স্টিল ফ্রেম এর উপর নির্মিত সাইকেলটি। এছাড়াও কুইক রিলিজ হাব এবং নিজের পছন্দমত উচ্চতা নির্ণয় করার সুযোগ রয়েছে এতে। এর পাশাপাশি সাইকেলটিতে ডবল ওয়াল অ্যালয় রিম ও Shimano থেকে নেওয়া ২১ স্পিড যুক্ত গিয়ার বক্স দেখতে পাওয়া যায়। সাদা এবং ডেজার্ট স্টোন এই দুটি রঙে উপলব্ধ এটি।

স্টিল ফায়ার রেঞ্জের এই সাইকেলগুলির নতুন ভ্যারিয়েন্টে বেশ কিছু ক্লাসিক ফিচার সংযুক্ত করা রয়েছে। তাপ প্রতিরোধকারী গ্রাফিক্স যুক্ত TIG এর ১৯ ইঞ্চির স্টিল ফ্রেম, ব্ল্যাক পাউডারের কোটিং করা স্টিলের রিং সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলি একে সিটি রাইড এর জন্য আদর্শ করে তুলেছে। সাইকেলগুলিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশগুলি দীর্ঘদিন চলার উপযুক্ত।

Stryder এর বিজনেস হেড রাহুল গুপ্তা নতুন সাইকেল লঞ্চ প্রসঙ্গে বলেন, “যে সমস্ত সাইকেলপ্রেমিক শহরাঞ্চলের পাশাপাশি নিজেদের আনন্দের জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্য যুক্ত আকর্ষণীয় ডিজাইনের সাইকেল পছন্দ করেন তাদের জন্য এই বিশেষভাবে ডিজাইন করা এগুলি। আমাদের এই হালকা ওজনের সর্বোত্তম কোয়ালিটির সাইকেলগুলি আক্ষরিক অর্থেই এর দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন জনগণের জন্য এগুলি আদর্শ।”

সঙ্গে থাকুন ➥