Suzuki Jimny: নস্টালজিয়া ফিরিয়ে জিমনির হেরিটেজ এডিশন লঞ্চ করল সুজুকি, তৈরি হবে মাত্র 500 পিস

Maruti Suzuki Jimny গত বছর ভারতে লঞ্চ হলেও, বাইরের বিভিন্ন দেশে অনেকদিন ধরেই বিক্রি হয়ে আসছে। এবারে অস্ট্রেলিয়ায় সুজুকি এই অফ-রোডার গাড়ির নতুন এডিশন লঞ্চের…

Maruti Suzuki Jimny গত বছর ভারতে লঞ্চ হলেও, বাইরের বিভিন্ন দেশে অনেকদিন ধরেই বিক্রি হয়ে আসছে। এবারে অস্ট্রেলিয়ায় সুজুকি এই অফ-রোডার গাড়ির নতুন এডিশন লঞ্চের ঘোষণা করল। নাম রাখা Suzuki Jimny XL Heritage Limited Edition। এই লিমিটেড এডিশন মডেলটি ৮০ এবং ৯০-এর দশকে জিমনির পূর্বসূরি জিপসির ইতিহাসকে শ্রদ্ধা জানাতে আনা হয়েছে।

Suzuki Jimny XL Heritage Limited Edition লঞ্চ হল

Suzuki Jimny XL Heritage Edition-এ রেট্রো পেইন্ট স্কিম ফুটিয়ে তোলা হয়েছে। এই গাড়ির মাত্র ৫০০টি মডেল বাজারে আনবে সংস্থা। ইতিমধ্যেই এই গাড়ি কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। মাত্র দু’দিনের মধ্যে Jimny 3-door Heritage Edition-এর প্রতিটি মডেল বিক্রি হয়ে যাওয়ার পর এক্সএল ভার্সনের এই স্পেশাল এডিশনটি বাজারে হাজির করেছে কোম্পানি।

Suzuki Jimny XL Heritage Limited Edition-এ উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে দেওয়া হয়েছে একটি ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৫-ডোর বডি স্টাইল, সুজুকির ALLGRIP PRO 4×4 সিস্টেম, জিমনি হেরিটেজ ডেকাল, জিমনি হেরিটেজ কার্গো ট্রে, জিমনি হেরিটেজ প্যাক, রেড ফ্রন্ট এবং রিয়ার মাডফ্ল্যাপ এবং ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

অন্যদিকে, Suzuki Jimny XL Heritage Limited Edition মোট পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ। যথা জাঙ্গেল গ্রীন, চিফন আইভরি + ব্লুয়িশ ব্ল্যাক পার্ল, গ্রানাইট গ্রে মেটালিক, ব্লুয়িশ ব্ল্যাক পার্ল এবং হোয়াইট।