Suzuki Motorcycle India Achieves Best Ever Sales In May 2024

লুকস, মাইলেজে ফিদা ক্রেতারা, Suzuki সর্বাধিক বাইক-স্কুটার বিক্রির রেকর্ড গড়ল ভারতে

মে’তে নিজেদের আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল (Suzuki Motorcycle India) বা এসএমআইএল (SMIPL)। জাপানি টু-হুইলার সংস্থাটির ভারতীয় শাখা গত মাসে এদেশে ১,১১,৫১২টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করতে পেরেছে। যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এমনকি ২০২৩ সালের একই সময়ের তুলনায় তাদের বিক্রি ২২ শতাংশ বাড়তে দেখা গিয়েছে।

Suzuki Motorcycle India মে’তে নতুন রেকর্ড গড়ল

শুধু ভারতেই আগের বছর মে মাসের তুলনায় সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার বিক্রিবাটা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বছর মে’তে ৯২,০৩২ ইউনিট টু হুইলার বেচতে পেরেছে সুজুকি। যেখানে সংস্থার ১৯,৪৮০ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার রপ্তানি হয়েছে ভারতের বাইরে। তবে ২০২৩-এর মে মাসের তুলনায় রপ্তানি ৪,৭৯৬ ইউনিট কমেছে।

এ বছর এপ্রিলে সুজুকি ভারতে সর্বাধিক টু হুইলার বিক্রি করতে পেরেছিল। যার অঙ্ক ছিল ৮৮,০৬৭ ইউনিট। কিন্তু মে’তে এসে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। এই প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেন, “১,১১,৫১২ রেকর্ড ব্রেকিং মান্থলি সেলস কোম্পানির জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এতে দেশের মধ্যে সুজুকির উন্নতি সবার দৃষ্টিগোচর হয়েছে।”

প্রসঙ্গত, এই বছর সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া এটি উল্লেখযোগ্য মাইলস্টোন স্পর্শ করেছে। সংস্থার কারখানা থেকে ৮০ লক্ষতম মেড-ইন-ইন্ডিয়া টু হুইলার তৈরি হয়ে বেড়িয়েছে। সংস্থার জনপ্রিয় মডেল হিসাবে রয়েছে Suzuki Access 125, Burgman Street 125, Gixxer 150 ও Gixxer 250। সম্প্রতি Hayabusa 25th Anniversary Celebration Edition লঞ্চ হয়েছে দেশে।