উৎসবের মরসুমের মুখে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, Suzuki মোটরসাইকেল ও স্কুটারের বিক্রি বাড়ল 8.3%

করোনার ধাক্কা কাটিয়ে মুখে হাসি ফুটছে গাড়ি নির্মাতাদের। চাহিদা বাড়ায় লাফিয়ে বাড়ছে বিক্রি৷ গত মাসে কত মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে, তার পরিসংখ্যান নতুন মাসের প্রথম দিনেই প্রকাশ করল সুজুকি (Suzuki)। সংস্থাটি গত মাসে ৭৯,৫৫৯টি দু’চাকা গাড়ি বেচেছে। গত বছরের অগাস্টের তুলনায় ৮.৩ শতাংশ বিক্রি বেড়েছে। আর জুলাইয়ের চেয়ে ১১,৫৭১ ইউনিট বেশি বিক্রিবাটা হয়েছে।

সুজুকি আগস্ট মাসে ভারতের বাজারে ৬৪,৬৫৪টি বাইক ও স্কুটার বিক্রি করেছে এবং একই সময়ে ভারতের বাইরে বিভিন্ন দেশে ১৪,৯০৫ ইউনিট রপ্তানি করেছে। সংস্থার দাবি, ভারত ও বিদেশের বাজারে তাদের  দু’চাকার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সামনে উৎসবের মরসুম তাই বিক্রিবাটা আরও বাড়বে বলেই আশাপ্রকাশ করছে সুজুকি। তার উপর সেমিকন্ডাক্টর চিপের জোগান স্বাভাবিক হওয়ায় উৎপাদনের সমস্যা অনেকটাই মিটেছে বলে আশার সুর সুজুকির এক আধিকারিকের গলায়।

প্রসঙ্গত, জুলাইয়ের শেষে হরিয়ানা সরকারের কাছ থেকে বিশেষ ইনসেন্টিভ প্যাকেজ পেয়েছে সুজুকি। সোনিপতি নতুন কারখানা গড়ে তুলবে সংস্থাটি। এর জন্য প্রায় ৬৭.৬২ কোটি টাকার ভর্তুকি অনুমোদন করেছে হরিয়ানার মনোহর লাল খাট্টার সরকার। এতে সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে।

সোনিপতে সুজুকির নতুন মোটরসাইকেল ও স্কুটার প্রোডাকশন প্ল্যান্টে ২,০০০ জনের রোজগার দেবে। খারখোদাতে ১০০ একর জমির উপর নির্মিত হবে কারখানাটি। হরিয়ানা প্রশাসন গত মে মাসে সুজুকির জন্য ওই জমি বরাদ্দ করেছিল। মূলত সেই অঞ্চলে বেশি কর্মসংস্থানের লক্ষ্যেই ইনসেন্টিভ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সে রাজ্যের সরকার।