Tata Altroz Racer Launched In India At Rs 9.49 Lakh

Tata Altroz Racer: রূপে-গুণে দুর্ধর্ষ, টাটা অলট্রোজ রেসার অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল

Tata Altroz Racer অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ভারতে লঞ্চ হল। অলট্রোজ প্রিমিয়াম হ্যাচব্যাকের এই নতুন স্পোর্টি ভার্সনের দাম এদেশে ৯.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে)। লঞ্চের আগেই অবশ্য গাড়িটির ব্রোশার ফাঁস হয়ে ফিচার্স থেকে ভ্যারিয়েন্ট সম্পর্কিত প্রচুর তথ্য সামনে এনেছিল। চলুন কথা না বাড়িয়ে নতুন Tata Altroz Racer-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Tata Altroz Racer – ডিজাইন

টাটা অলট্রোজ রেসার ভারতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে R1, R2 ও R3। এগুলি আবার তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – অটোমেটিক অরেঞ্জ, এভিনিউ হোয়াইট এবং পিওর গ্রে। গাড়িটিতে দেওয়া হয়েছে ডুয়েল পেইন্ট স্কিম, ব্ল্যাক আউট রুফ এবং বনেট। হুড এবং রুফ বরাবর হোয়াইট স্ট্রিপ বিস্তৃত। রেগুলার মডেল থেকে পৃথক করতে এতে ব্ল্যাক আউট অলট্রোজ ব্যাজিং, ডার্ক থিম অ্যালয় হুইল এবং রেসার ব্যাজ বর্তমান।

Tata Altroz Racer – ফিচার্স

টাটা অলট্রোজ রেসারের ভিতরেও এয়ারকন ভেন্ট, সেন্টার কনসোল এবং সিট আপহোলস্টেরি বরাবর রেড অ্যাক্সেন্ট বিস্তৃত। গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৭-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ব্লাইন্ড স্পট মনিটর সহ ৩৬০ ডিগ্রি সারাউন্ড ক্যামেরা, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল সানরুফ।

Tata Altroz Racer – ইঞ্জিন ও দাম

টাটা অলট্রোজ রেসারে উপস্থিত একটি ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। এর সাথে সংযুক্ত ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। নেক্সনেও ব্যবহৃত হয়েছে এই ইঞ্জিন। যার আউটপুট ১১৮ বিএইচপি এবং ১৭০ এনএম। গাড়িটির R1, R2 ও R3 ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯.৪৯ লাখ, ১০.৪৯ লাখ ও ১০.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বাজারে প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hyundai i20 N Line।