Tata Altroz Two New Variants Launched With More Features Priced From Rs 9 Lakh

বড় টাচস্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা….Tata-র গাড়িতে যুক্ত হল প্রচুর অত্যাধুনিক ফিচার্স

গতকাল ভারতের প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ির দুনিয়ায় লঞ্চ হয়েছে Tata Altroz Racer। একই সাথে টাটা মোটরস (Tata Motors) বাজারে এনেছে Altroz-এর একজোড়া নতুন টপ-লাইন ভ্যারিয়েন্ট। এগুলি হচ্ছে – XZ LUX ও XZ+S LUX। আবার টপ-স্পেক ভ্যারিয়েন্ট XZ+ OS একগুচ্ছ নতুন ফিচার্স সহ লঞ্চ করা হয়েছে। মডেল তিনটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৯ লাখ, ৯.৬৫ লাখ এবং ৯.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, এই দাম গাড়িগুলির পেট্রোল ম্যানুয়াল ভার্সনের।

Tata Altroz: নতুন ভ্যারিয়েন্ট

নতুন Tata Altroz XZ LUX-এ দেওয়া হয়েছে একটি বৃহত্তর ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি। তুলনায় অধিক প্রিমিয়াম Tata Altroz XZ+S LUX-এ বাড়তি ফিচার্স হিসেবে যুক্ত হয়েছে চারটি এয়ারব্যাগ। সবশেষে Tata Altroz XZ+ OS পেয়েছে iRA কানেক্টেড কার টেক এবং একটি এয়ার পিউরিফায়ার। যে কারণে এটি XZ+S LUX ভ্যারিয়েন্টের তুলনায় ৩৪,০০০ টাকা দামি।

উল্লেখ্য, উপরিউক্ত গাড়িগুলির কেবলমাত্র টার্বো পেট্রোল ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করা হয়েছে। টাটা জানিয়েছে, তাদের এই দুই নতুন ভ্যারিয়েন্ট পেট্রোল ম্যানুয়াল, পেট্রোল ডিসিএ, ডিজেল এবং সিএনজি পাওয়ারট্রেন অপশনে হাজির হবে। তবে Tata Altroz XZ+ OS কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনেই অফার করা হবে।

Tata Altroz : ইঞ্জিন স্পেসিফিকেশন

নতুন লঞ্চ হওয়া Tata Altroz Racer-এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে একটি ইলেকট্রিক সানরুফ, লেদারেট সিট, একটি ব্ল্যাক আউট রুফ, টুইন স্ট্রিপ সহ বনেট এবং অরেঞ্জ হাইলাইট যুক্ত ব্ল্যাক-আউট ইন্টেরিয়র। Altroz আগের মতই তিনটি ইঞ্জিনে বেছে নেওয়া যাবে – ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল (৮৭ বিএইচপি), ১.৫ লিটার টার্বো ডিজেল (৮৯ বিএইচপি) এবং ১.২ লিটার টার্বো পেট্রোল (১১৮ বিএইচপি)। ইঞ্জিনের সাথে উপলব্ধ ৫-স্পিড ম্যানুয়াল, ৭-স্পিড ডিসিটি এবং ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

Tata Altroz : প্রতিপক্ষ

বাজারে Tata Altroz-এর প্রতিদ্বন্দ্বী গাড়ি হিসেবে রয়েছে Hyundai i20, Maruti Suzuki Baleno ও Toyota Glanza। আবার নতুন Tata Altroz Racer বাজারে উপলব্ধ Hyundai i20 N Line, Maruti Suzuki Fronx Turbo ও Toyota Urban Cruiser Taisor Turbo – এই গাড়িগুলির সাথে জোরদার টক্কর নেবে।