Tata Harrier EV Curvv EV Sierra EV Avinya Launch Timeline Announced

Harrier EV থেকে Sierra EV, চারটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি লঞ্চের ঘোষণা করল Tata, মিলবে 500 কিমি রেঞ্জ

বৈদ্যুতিক গাড়ির দুনিয়াকে নতুনভাবে সংজ্ঞায়িত করার স্বপ্নে বিভোর টাটা মোটরস (Tata Motors)। ভারতের জন্য তারা একাধিক অত্যাধুনিক ইভি মডেল তৈরির কাজ চালাচ্ছে। স্টাইলের দিক থেকে এগুলি যতটা নজরকাড়া, বৈশিষ্ট্যের দিক থেকেও ততটা সমৃদ্ধশালী হয়ে বাজারে আসবে। এককথায় আসন্ন গাড়িগুলি টাটার বর্তমান ইভি মডেলের তুলনায় ধার ও ভারে কয়েক কদম এগিয়ে থাকবে বলা যায়। Punch EV-র পর এই বছর সংস্থার দ্বিতীয় ও তৃতীয় ইলেকট্রিক গাড়ি হিসাবে লঞ্চ হবে Tata Curvv EV ও Harrier EV।

Tata Motors আনছে চারটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি

টাটা মোটরস ঘোষণা করে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষেই তারা Curvv EV ও Harrier EV লঞ্চ করবে। এখানেই শেষ নয়, তালিকায় রয়েছে আরও দুটি ফিউচারিস্টিক মডেল। এগুলি হচ্ছে Tata Sierra EV ও Avinya। ২০২৫-২৬ অর্থবর্ষে এগুলি হাজির করা হবে। তবে শুধু গাড়ি লঞ্চ করে ক্রেতার সংখ্যা বাড়ানো সম্ভব নয়। পাশাপাশি প্রয়োজন পেট্রোল পাম্পের মতোই পর্যাপ্ত ইভি চার্জিং স্টেশন। যার সম্প্রসারণের কাজেও হাত লাগিয়েছে টাটা। ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে দেশে তাদের চার্জারের সংখ্যা ১০,০০০ থেকে বাড়িয়ে এক লক্ষ করার কাজ চালাচ্ছে।

আবার ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যেই কমিউনিটি চার্জিং নেটওয়ার্ক ৪,৩০০+ থেকে বাড়িয়ে ১ লক্ষ ইউনিট করা হবে। এর পাশাপাশি টাটা মোটরস জানিয়েছে, তাদের আসন্ন ইলেকট্রিক গাড়িতে হাই এনার্জি ডেনসিটি বা উচ্চ ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হবে। এগুলি আবার ফাস্ট চার্জিং সমর্থন করবে। এর সাথে ব্যবহৃত হবে উচ্চ পারফরম্যান্স ইলেকট্রিক মোটর। গাড়িগুলিতে অল হুইল ড্রাইভ অফার করা হবে।

জানা গেছে, টাটার আসন্ন ব্যাটারি গাড়িতে থাকছে নতুন ডিসপ্লে। যা ওটিএ আপডেট সমর্থনযোগ্য হবে। আবার কানেক্টেড কার টেকনোলজি ও ইন-কার অ্যাপের দেখা মিলতে পারে। প্রতিটি মডেলে ভেহিকেল টু লোড, ভেহিকেল টু ভেহিকেল চার্জিং ব্যবস্থা ও বিভিন্ন ড্রাইভিং মোড অফার করা হবে। ফুল চার্জে রেঞ্জ হবে প্রায় ৫০০ কিলোমিটার।