জল, জঙ্গল দাপিয়ে বেড়াবে Tata-র নয়া গাড়ি, Mahindra Thar ও Maruti Jimny-কে চ্যালেঞ্জ

আভিজাত্য প্রকাশ পায় বিলাসবহুল গাড়িতে। কিন্তু রাজকীয় মেজাজ বানাতে হলে মোটা চাকার শক্তিশালী অফ-রোডার গাড়ির জবাব নেই। এই...
SUMAN 11 Aug 2023 12:19 PM IST

আভিজাত্য প্রকাশ পায় বিলাসবহুল গাড়িতে। কিন্তু রাজকীয় মেজাজ বানাতে হলে মোটা চাকার শক্তিশালী অফ-রোডার গাড়ির জবাব নেই। এই রকম মডেলের মধ্যে জনপ্রিয় Mahindra Thar ও নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Jimny। মাহিন্দ্রা ও মারুতি সুজুকি ইতিমধ্যেই উক্ত সেগমেন্টে নিজেদের পা শক্ত করেছে। কিন্তু দেশের অন্যতম অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) এখনও পর্যন্ত এক্ষেত্রে খাতা খুলতে পারেনি। তবে এবারে টাটা সে পথেই এগোচ্ছে বলেই জানা গিয়েছে। সংস্থার তরফে ইঙ্গিত, 4×4 অর্থাৎ ফোর-হুইল ড্রাইভ রাগেড এসইউভি (SUV) আনতে চলেছে তারা। সেক্ষেত্রে নতুন প্রজন্মের Sierra হতে পারে সেই বহু প্রতীক্ষিত মডেল।

Tata Motors আনছে নতুন রাগেড অফ-রোডার গাড়ি

দেশের বিভিন্ন মডেলের এসইউভি সেগমেন্টে চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। যে কারণে ক্রেতাদের মন জুগিয়ে বিভিন্ন ধরনেয গাড়ি বাজারে লঞ্চ করছে তারা। ফলে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা। Mahindra Thar ও Maruti Suzuki Jimny লঞ্চের পর আবার অফ-রোডার এসইউভি মডেলের প্রতি মন মজেছে অসংখ্য মানুষের। কারণ আগ্রাসী ডিজাইনের গাড়িগুলি অতি শক্তিশালী। কর্দমাক্ত মেঠো পথ হোক বা, পাথুরে চড়াই-উতরাই, সকল ক্ষেত্রেই এদের জুড়ি মেলা ভার।

এদিকে টাটাকে সাধারণত নিত্যদিন জীবন যাপনের জন্য উপযুক্ত এসইউভি মডেল আনতে দেখা গেছে। যেমন – Safari, Sierra, Hexa ইত্যাদি। এখনও পর্যন্ত একটিও 4×4 রাগেড এসইউভি তৈরি করেনি তারা। ২০২৩ অটো এক্সপো-তে টাটা তাদের Sierra EV ও Harrier EV-র প্রদর্শন করেছিল। এগুলির প্রোডাকশন ভার্সন ফোর হুইল ড্রাইভ সিস্টেম সমেত আসবে বলে আশা করা হচ্ছে।

টাটার লক্ষ্য এবারে একটি সম্পূর্ণ নতুন মডেল লঞ্চ করা, যাতে থাকবে অনন্য ফিচার ও চারিত্রিক বৈশিষ্ট্য। এতদিন একটানা লাইফস্টাইল এসইউভি মডেল লঞ্চের পর এবারের স্বাদ বদল করতে চাইছে টাটা। সে ক্ষেত্রে নতুন প্রজন্মের Sierra সেই অফ-রোডার গাড়ি হিসেবে আসতে পারে।

এদিকে Sierra-র বৈদ্যুতিক ভার্সনের উৎপাদন ২০২৫ থেকে শুরু হতে চলেছে বলে খবর। এটি পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েন্টেও হাজির হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মাহিন্দ্রা বর্তমানে তাদের Thar-এর ইলেকট্রিক ভার্সন তৈরিতে হাত লাগিয়েছে। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন তারা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে Thar.e উন্মোচন করবে।

Show Full Article
Next Story