Punch EV স্রেফ ট্রেলার, 2024-এ আরও 4টি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে Tata Motors

বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির দুনিয়ার রশি রয়েছে টাটা মোটরসের (Tata Motors) হাতে। বাজারে নিজেদের নেতৃত্ব দীর্ঘমেয়াদী করতে বদ্ধপরিকর তারা। তাই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ…

বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির দুনিয়ার রশি রয়েছে টাটা মোটরসের (Tata Motors) হাতে। বাজারে নিজেদের নেতৃত্ব দীর্ঘমেয়াদী করতে বদ্ধপরিকর তারা। তাই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে টাটার আরও একটি ইভি মডেল – Punch EV। এটি বর্তমানে দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক এসইউভি। গাড়িটি লঞ্চের পর সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেছেন ২০২৪-এর মধ্যে ৮০,০০০ ইলেকট্রিক ভেহিকেল বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে টাটা। যা তাদের মোট বেচাকেনার প্রায় ১৭%। আগামী তিন বছরের মধ্যে এটি ২৫% করার লক্ষ্যের কথা জানিয়েছেন চন্দ্র।

Tata এ বছর আরও চারটি ইভি লঞ্চ করবে

বর্তমানে টাটার পোর্টফোলিওতে রয়েছে পাঁচটি ইলেকট্রিক ভেহিকেল। আরও চারটি নতুন ইভি মডেল এ বছরের মধ্যেই লঞ্চের কথা নিশ্চিত করেছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। এগুলি হচ্ছে – Harrier EV, Curvv EV, Sierra EV ও Altroz EV। লঞ্চের সময়কাল এখনো পর্যন্ত জানানো না হলেও, অনুমান করা হচ্ছে বছরের দ্বিতীয়ার্ধে বাজারে পা রাখবে এগুলি।

টাটা মোটরস বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারের ৭০% শেয়ার করায়ত্ব করে রেখেছে। তাদের ধারণা ২০২৪ এর মধ্যে ভারতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি এক লক্ষ ইউনিট স্পর্শ করবে। এই প্রসঙ্গে চন্দ্র বলেছেন, “দু’বছর আগেও বৈদ্যুতিক গাড়ির বাজারে তেমন একটা চাহিদা ছিল না। গত বছর যা প্রায় ১০০% উন্নতি করেছে। এখন এর বুনিয়াদ ক্রমশ বৃহত্তর হচ্ছে। চলতি অর্থবর্ষের মধ্যে ৯০,০০০ থেকে ১ লাখ গাড়ি বিক্রি হবে। আমার ধারণা এতে উত্থানের পরিমাণ প্রায় ৪০% থেকে ৪৫% হবে।”

গত বছর ৬৯,১৫৩ ইউনিট ইভি বিক্রির পর এ বছর সেই রেকর্ড চূর্ণ করতে চাইছে টাটা মোটরস। “পরবর্তী তিন বছরে আমরা মোট বেচাকেনার ২৫ শতাংশ ইভি মডেল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছি”, বলে মন্তব্য করেন চন্দ্র। বছরের প্রথম ইলেকট্রিক ভেহিকেল হিসেবে লঞ্চ হওয়া Punch EV-র দাম ১০.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) স্থির করা হয়েছে। দুই ধরনের ব্যাটারি বিকল্পে উপলব্ধ মডেলটির রেঞ্জ যথাক্রমে ৩১৫ কিলোমিটার ও ৪২১ কিলোমিটার।