ভারতের বাজার কাঁপিয়ে টাটার ইলেকট্রিক গাড়ি লঞ্চ হল নেপালে, এক চার্জে ছুটবে 453 কিমি

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে ইতিমধ্যেই চরম সফলতার পর্যায়ে অধিষ্ঠান করছে Tata Nexon EV। গাড়িটি প্রাইম এবং ম্যাক্স – এই দুই ভার্সনে উপলব্ধ। যার মধ্যে Max মডেলটি এতদিন এদেশে বিপুল জনপ্রিয়তা লাভের পর এবারে ভারতের প্রতিবেশী দেশ নেপালের বাজারে লঞ্চ হল। সেদেশে টাটা মোটরস (Tata Motors)-এর Nexon EV Max-এর দাম ৪৬ লাখ নেপালিস রুপি (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮.৭ লাখ টাকা।

Tata Nexon EV Max নেপালে লঞ্চ হল

বর্তমানে ভারতে টাটা নেক্সন ইভি ম্যাক্সের এক্স-শোরুম দাম ১৮.৩৪ লক্ষ টাকা থেকে শুরু করে ১৯.৮৪ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। ভারতের বাজারে বিক্রিত মডেলটিই নেপালে লঞ্চ হয়েছে। এতে উপস্থিত একটি ৪০.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জে ৪৫৩ কিলোমিটার রেঞ্জ প্রদান করার দাবি করেছে কোম্পানি। ইলেকট্রিক এসইউভিটি থেকে ১০০ কিলোওয়াট পাওয়ার এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যায়।

Tata Nexon EV Max : ব্যাটারি, রেঞ্জ ও ইলেকট্রিক মোটর

Nexon EV Max-এ ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৯ সেকেন্ডে তোলা যায়। নেপালে গাড়িটি একটি ৭.২ কিলোওয়াট এসি ফাস্ট চার্জারের বিকল্প সহ বিক্রি করছে টাটা। যার দ্বারা এর ব্যাটারিটি ৬.৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। আবার একটি ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারে ০-৮০% চার্জ হতে সময় লাগবে ৫৬ মিনিট।

নেপালে টাটার তৃতীয় ইলেকট্রিক মডেল হিসেবে লঞ্চ হল Nexon EV Max। ইতিমধ্যেই নেপালে Nexon EV ও Tigor EV গাড়ি দুটি বিক্রি করে টাটা। এই প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেড এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেন, “নেপালের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। যার প্রমান মিলেছে সেদেশে আমাদের বিক্রি বৃদ্ধিতে। ক্রেতারা আমাদের গাড়ির প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন।”

Tata Nexon EV Max Dark Edition কেমন

ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে Tata Nexon EV Max Dark Edition। স্পেশাল এডিশনের ইলেকট্রিক এসইউভি-টি ফুল চার্জে ৪৫৩ কিলোমিটার পথ ছুটতে সক্ষম বলে দাবি করেছে টাটা। এতে উপস্থিত ইলেকট্রিক মোটর থেকে ১৪১ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটির বাজার মূল্য ১৯.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।