Tata Punch iCNG: এমন কাজ শুধু টাটাই পারে! নতুন পাঞ্চ সিএনজির এই 5 বৈশিষ্ট্য জানতেই হবে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল টাটা মোটরস (Tata Motors) ভারতে তাদের Punch iCNG লঞ্চ করেছে। পেট্রোলের উচ্চমূল্যের কারণে সিএনজি জ্বালানি গাড়ির ক্রমবর্ধমান চাহিদার জোগান দিতেই উক্ত সেগমেন্টে একের পর এক মডেল লঞ্চ করছে টাটা। যদিও বর্তমানে সিএনজি গাড়ি শিল্পের রাশ রয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র কবলে। এদিকে Tiago, Tigor, Altroz-এর পর এবারে চতুর্থ তম মডেলটি হাজির করল টাটা। ২০২৩ অটো এক্সপো-তে Tata Punch iCNG মডেলটি আত্মপ্রকাশ করেছিল। আসুন গাড়িটির পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

Tata Punch iCNG : পাওয়ারট্রেন

টাটা তাদের অন্যান্য সিএনজি মডেলের মতো Punch iCNG-তেও ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড, থ্রি সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। সিএনজি মোডে যার আউটপুট ৭২.৩৯ বিএইচপি শক্তি ও ১০৩ এনএম টর্ক। এদিকে পেট্রোল ভার্সনে সর্বোচ্চ ৮৪.৮২ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। Punch iCNG কেবলমাত্র ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সে উপলব্ধ হয়েছে। এতে অটোমেটিক গিয়ার অফার করা হয়নি।

Tata Punch iCNG : টুইন-সিলিন্ডার টেকনোলজি

সিএনজি মডেল নিয়ে এতদিন যেই কথা প্রচারিত হয়ে এসেছে তা হচ্ছে, সিএনজি ট্যাঙ্ক উপস্থিত থাকার জন্য এই জাতীয় গাড়িতে মালপত্র বহনের জন্য কোন বুট স্পেস অবশিষ্ট থাকে না। যা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়েছে টাটা মোটরস। তারা নিজেদের গাড়িতে টুইন সিলিন্ডার টেকনোলজি ব্যবহার করেছে। একটি বড় সিলিন্ডার দেওয়ার বদলে, দুটি ছোট ছোট সিলিন্ডার অফার করা হয়েছে। ফ্লোরের সাথে সংযুক্ত থাকার কারণে এতে লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা মিলবে।

Tata Punch iCNG : সুরক্ষা

Punch iCNG-তে সুরক্ষার বৈশিষ্ট্য বাড়াতে বিশেষ গুরুত্ব দিয়েছে টাটা মোটরস। গাড়িটিতে উপস্থিত একটি মাইক্রোসুইচ। যা জ্বালানি ভরার সময় গাড়িটিকে নিষ্ক্রিয় করে রাখবে। থার্মাল প্রোটেকশন থাকার কারণে ইঞ্জিনে সিএনজি সরবরাহ হওয়া আটকাবে এটি। এবং একই সাথে জমে থাকা গ্যাস বায়ুমন্ডলে ছড়িয়ে দেলে। সুরক্ষা বৃদ্ধি করতে পিছনের বডি স্ট্রাকচার বাড়ানো হয়েছে। আবার দুর্ঘটনায় অতিরিক্ত সুরক্ষা দিতে সিএনজি ট্যাঙ্কের জন্য ৬-পয়েন্ট মাউন্টিং সিস্টেম অফার করা হয়েছে।

Tata Punch iCNG : ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে Tata Punch iCNG ভয়েস অ্যাসিস্টেড ইলেকট্রিক সানরুফ, ইউএসবি টাইপ-সি চার্জার, ফ্রন্ট সিট আর্মরেস্ট, শার্ক ফিন অ্যান্টেনা, অটোমেটিক প্রোজেক্টর হেডল্যাম্প, এলইডি ডেটাইম রানিং ল্যাম্প, রেইন সেন্সিং ওয়াইপার, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার-প্লে কানেক্টিভিটি সমৃদ্ধ ৭-ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম সহ এসেছে।

Tata Punch iCNG : ভ্যারিয়েন্ট ও দাম

Tata Punch iCNG তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে – Pure, Adventure ও Accomplished। এতে রয়েছে দুটি প্যাক। যেমন অ্যাডভেঞ্চার ভ্যারিয়েন্ট Rhythm প্যাক এবং অ্যাকমপ্লিসড মডেল Dazzle S প্যাক সমেত উপলব্ধ। Punch iCNG-র দাম ৭.১০ লক্ষ টাকা থেকে শুরু করে ৯.৬৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।