Tata Punch থেকে Maruti Brezza, দেশে জনপ্রিয়তার শিখরে এই 10টি SUV গাড়ি

আগস্টে ভারতে এসইউভি (SUV) গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ্যে এল। অন্যান্য মাসের মত আগের মাসেও নতুন মডেল হাজির হয়েছে। তবে বেস্ট-সেলিং এসইউভি গাড়ির তকমা ধরে রাখল…

আগস্টে ভারতে এসইউভি (SUV) গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ্যে এল। অন্যান্য মাসের মত আগের মাসেও নতুন মডেল হাজির হয়েছে। তবে বেস্ট-সেলিং এসইউভি গাড়ির তকমা ধরে রাখল মারুতি সুজুকি (Maruti Suzuki)। সর্বাধিক বিক্রিত এই ধরনের গাড়ির তালিকার প্রথম পাঁচের মধ্যে তিনটি মডেল তাদের। যা থেকে বোঝা যায়, ছোট গাড়ির পাশাপাশি এসইউভি সেগমেন্টেও নিজেদের মার্কেট শেয়ার বাড়িয়ে চলেছে তারা। চলুন আগস্টে সর্বাধিক বিক্রিত ১০টি এসইউভি গাড়ির তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

Tata Nexon

তালিকার সর্বশেষ স্থানে জায়গা পেয়েছে এক সময়কার বেস্ট-সেলিং মডেলের মুকুটধারী Tata Nexon। আসলে গাড়িটির ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়েছে। যে কারণে ক্রেতারা নতুন মডেলটির জন্য অপেক্ষা করছেন বলে মনে করা হচ্ছে। গত মাসে এটি ৮,০৪৯ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে জুলাইয়ে নেক্সনের ১২,৩৪৯টি মডেল বেচেছিল টাটা।

Mahindra Bolero

বিক্রি বাড়ানোর লড়াইয়ের ময়দানে পিছিয়ে পড়েছে Mahindra Bolero-ও। যদিও ভারতের বাজারে গাড়িটির জনপ্রিয়তা এখনও এতোটুকু কমেনি। গেল মাসে এটি মোট ৯,০৯২ ইউনিট বিক্রি হয়েছে, যেখানে জুলাইয়ে বিক্রি হয়েছিল ৮,৯২১ ইউনিট।

Mahindra Scorpio

Scorpio Classic ও N মিলিয়ে আগস্টে মোট ৯,৮৯৮ ইউনিট বিক্রি করতে পেরেছে মাহিন্দ্রা। তুলনাস্বরূপ জুলাই ২০২৩-এ মোট ১০,৫২২ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিয়েছিল সংস্থা।

Kia Seltos

Kia Seltos বেচাকেনার দিক থেকে তালিকার সপ্তম স্থানে জায়গা দখল করেছে। গত মাসে গাড়িটির মোট ১০,৬৯৮ ইউনিট বিক্রি করতে পেরেছে কিয়া। যেখানে তার আগের মাসে বিক্রিবাটা হয়েছিল ৯,৪৭০ ইউনিট।

Hyundai Venue

Hyundai Venue-এর facelift ভার্সন লঞ্চের পর থেকে বিক্রি ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে। আগস্ট ২০২৩ এ গাড়িটি মোট ১০,৯৪৮ ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে জুলাই, ২০২২-এ বেচাকেনার পরিমাণ ছিল ১০,০৬২ ইউনিট।

Maruti Grand Vitara

Maruti Grand Vitara তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছে। গেল মাসে স্ট্রং হাইব্রিড সেটআপ এবং অল হুইল ড্রাইভ বৈশিষ্ট্যযুক্ত মোট ১০,৪৮৬ গ্রাহকের নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে জুলাইয়ে বেচাকেনা হয়েছিল ৮,৮৭৭ ইউনিট।

Maruti Fronx

নতুন লঞ্চ হওয়া Maruti Fronx ভারতে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে। আধুনিক ডিজাইনের জন্য তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা পেয়েছে গাড়িটি। এবছর আগস্টে গাড়িটি মোট ১২,১৬৪ ইউনিট বেচতে পেরেছে মারুতি সুজুকি। যেখানে জুলাইয়ে বিক্রির পরিমাণ ছিল ১৩,২২০ ইউনিট।

Hyundai Creta

তালিকার তৃতীয় স্থানে দখল করেছে হুন্ডাইয়ের আরও একটি গাড়ি – Creta। দেশের বহু মানুষ গাড়িতে বেছে নিচ্ছেন। দীর্ঘ ফিচারের তালিকা এবং ইঞ্জিনের জন্য এর জনপ্রিয়তা এত বেশি। আগস্টে এটি বিক্রি হয়েছে ১৩,৮৩২ ইউনিট, যেখানে জুলাইয়ে বেচাকেনার সংখ্যা ছিল ১৪,০৬২ ইউনিট।

Tata Punch

Nexon-এর বিক্রিতে ভাটা গেলেও অবাক করেছে Tata Punch। এ বছর আগস্টে ১৪,৫২৩ ইউনিট বেচাককেনার জন্য তালিকার দুই নম্বরে স্থান পেয়েছে এই মাইক্রো এসইউভি। যেখানে জুলাইয়ে বিক্রি হয়েছিল ১২,০১৯ ইউনিট।

Maruti Brezza

বর্তমানে এসইউভি গাড়ির বেস্ট-সেলিং মডেলের মুকুট রয়েছে Maruti Brezza-র মাথায়। এক সময় Tata Nexon-এর সাথে এর হাড্ডাহাড্ডি লড়াই চলত। নেক্সনের ফেসলিফ্ট ভার্সন লঞ্চের পরে সেই চিত্র পুনরায় দেখা যাবে বলে মনে করা হচ্ছে। গেল মাসে গাড়িটি মোট ১৪,৫৭২ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। যেখানে জুলাইয়ে বেচাকেনার পরিমাণ ছিল ১৬,৫৪৩ ইউনিট।