Tata Motors: বর্ষায় স্টক খালি করছে টাটা, লক্ষাধিক টাকা ডিসকাউন্ট এই গাড়িগুলিতে

সাফারি এবং হ্যারিয়ার টাটার অন্যতম জনপ্রিয় দুই এসইউভি। ফাইভ স্টার সেফটি রেটিং ও হাই-টেক ফিচার্স গাড়ি দু'টির ইউএসপি।...
techgup 5 Aug 2024 4:37 PM IST

সাফারি এবং হ্যারিয়ার টাটার অন্যতম জনপ্রিয় দুই এসইউভি। ফাইভ স্টার সেফটি রেটিং ও হাই-টেক ফিচার্স গাড়ি দু'টির ইউএসপি। সাফারি বা হ্যারিয়ার কেনার ইচ্ছা থাকলে তাদের জন্য সুখবর দিচ্ছে টাটা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগস্টে বিপুল ডিসকাউন্ট মিলছে দুই মডেলে। ডিলারশিপের উপর নির্ভর করে ছাড়ের অঙ্ক নাকি লাখের গন্ডি পেরিয়ে যাচ্ছে।।

টাটা সাফারি ও হ্যারিয়ারে মিলছে বিশাল ডিসকাউন্ট

টাটা সাফারি ও হ্যারিয়ারের ২০২৩ মডেলে ছাড় ঘোষণা করা হয়েছে। স্টক ক্লিয়ার করতেই এই ডিসকাউন্ট। টাটা সাফারি ৭০,০০০ টাকা থেকে শুরু করে ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত সস্তায় কেনা যাচ্ছে বলে জানা গিয়েছে। এটি ২.০ লিটার ফোর সিলিন্ডার টার্বো ডিজেল ইঞ্জিন সহ এসেছে। যার আউটপুট ১৭০ এইচপি ও ৩৫০ এনএম। গাড়িটি সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও সিক্স স্পিড টর্ক কনভার্টার অপশনে উপলব্ধ।।

টাটা সাফারির অন-রোড দাম ১৮.২৫ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৩১.৬৩ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, টাটা হ্যারিয়ারের অন-রোড প্রাইস শুরু ১৭.৬৩ লক্ষ টাকা থেকে। এতে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ মিলছে বলে জানা গিয়েছে। তবে মনে রাখবেন, আমরা অফারটি যাচাই করিনি। তাছাড়া, স্থান এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণে হেরফের ঘটতে পারে।

উল্লেখ্য, টাটা মোটরস পরশুদিন, অর্থাৎ ৭ আগস্ট তাদের বহু প্রত্যাশিত ক্যুপ এসইউভি কার্ভ ভারতে লঞ্চ করতে চলেছে। এটি প্রথমে ইলেকট্রিক ভার্সনে আসবে। ইঞ্জিন ভ্যারিয়েন্টটি পরে আনার কথা জানিয়েছে সংস্থা। কার্ভ টাটার সবচেয়ে অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। এটি ফুল চার্জে ৫০০ কিলোমিটার চলতে পারবে বলে শোনা যাচ্ছে।

Show Full Article
Next Story