Categories: Automobile

Tesla ভারতে গাড়ি আনবে, আমেরিকায় মোদির সঙ্গে বৈঠকের পরেই সুখবর শোনালেন ধনকুবের ইলন মাস্ক

টেসলা (Tesla)-র ভারতে আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে মিটতে চলেছে। বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম সংস্থাটি এবারে অফিশিয়ালি ভারতে ব্যবসা শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গতকাল মার্কিন সফরে গিয়েছেন। মঙ্গলবারই তিনি টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk)-এর সাথে বৈঠক করেন। তারপরই এই সুখবর পাওয়া গেল।

Tesla শীঘ্রই ভারতে ব্যবসা শুরু করতে পারে

ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা শুরু না করার মনস্থির করার পর অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটলো টেসলা। গতকাল মোদি ও মাস্ক আমেরিকার নিউইয়র্কে বৈঠক করেন। মাস্কের কাছে জানতে চাওয়া হয় ভারতে মার্কিন সংস্থাটি তাদের প্রোডাক্ট লঞ্চ করবে কিনা? এই প্রশ্নের জবাবে মাস্ক যদিও টেসলার বর্তমান পরিকল্পনার কথা জানাননি। রয়টার্স সূত্রে জানানো হয়েছে, মাস্ক ভারতে কারখানা গড়ার পরিকল্পনার কথা মোদিকে জানিয়েছেন। গত মাসে টেসলার আধিকারিকদের একটি দল নতুন দিল্লিতে এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। সেসময়ও সরকারের কাছে মার্কিন সংস্থাটি ভারতের কারখানা গড়ার প্রস্তাব রেখেছিল।

মোদি সাথে বৈঠকের পর টেসলা কর্তা সাংবাদিকদের বলেন, “আমরা সময়ের আগে কোন ঘোষণা করতে চাই না। তবে ভারতে বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে মজবুত করবে।” মাস্কের সংযোজন, আগামী বছর তিনি ভারত ভ্রমণ করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এ বিষয়ে ঘোষণা করতে পারব।”

ইভি ব্যাটারি এবং জোগান-শৃঙ্খলে চীনের ওপর নির্ভরতা কমাতে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে চায় টেসলা। নিজের জন্মভিটের পর চীন হচ্ছে টেসলার জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার। মে মাসের শেষের দিকে টেসলা কর্তা বলেছিলেন, তাঁদের সংস্থা এ বছরের মধ্যে নতুন কারখানা গড়ার পরিকল্পনা করছে। সেটি হতে পারে ভারতে।

এতদিন পর্যন্ত ভারতে বৈদ্যুতিক গাড়ির আমদানি ক্ষেত্রে উচ্চ শুল্কের কারণে ব্যবসা শুরু করেনি টেসলা। মাস্কের কথানুযায়ী, ভারত হল বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি টেকনোলজির সম্ভাব্যময় বাজার। বর্তমানে বিশ্ববাজারে সংস্থাটি Model 3, Model S, Model Y ও Model X-এর মতো গাড়িগুলি বিক্রি করে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago