Categories: Automobile

Tesla: একটা দুটো নয়, যান্ত্রিক ত্রুটির কারণে 20 লক্ষ বৈদ্যুতিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা

সমগ্র বিশ্বে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে প্রথম সারির সংস্থা হিসেবে বিরাজমান ধনকুবের ইলন মাস্কের কোম্পানি টেসলা (Tesla)। ই-গাড়ি বিক্রির দিক থেকেও বিশ্বের মধ্যে বৃহত্তম সংস্থা এটি। কিন্তু সুখ্যাতির ভরা জোয়ারে সিঁদুরে মেঘ হয়ে দেখা দিল অটোপাইলট সিস্টেমের ত্রুটি। তাও আবার দু’চারটি গাড়িতে নয়। উক্ত প্রযুক্তিতে গোলযোগ থাকার আশঙ্কায় আমেরিকার ২০ লক্ষ ইলেকট্রিক ভেহিকেল রিকল করেছে টেসলা।

টেসলার ২০ লক্ষ গাড়ির অটোপাইলট সিস্টেমের ত্রুটি

এখন বিষয়, এই অটোপাইলট সিস্টেমটি আসলে কী? স্বয়ংক্রিয় বা সেল্ফ ড্রাইভ মোড সক্রিয় থাকলে এই প্রযুক্তির মাধ্যমে রাস্তায় যানজট বুঝে গাড়ি এগিয়ে চলে। ফলে এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ত্রুটি থাকলে যে কোন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে গাড়ি। তাই অতি তৎপরতার সাথে ২০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি ফেরত চেয়েছে ইলন মাস্কের কোম্পানি।

বলতে গেলে টেসলা অটো পাইলট সিস্টেম নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকের ধারনা এর কারণে আমেরিকার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে অসংখ্য গাড়িকে। ক্রমশ বেড়ে চলা পথ দুর্ঘটনার নেপথ্যে কারণ খতিয়ে দেখার উদ্দেশ্যে ইউএস ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন-এর বা এনএইচটিএসএ (NHTSA) তদন্তের শুরুর প্রায় দু’বছর পর নড়ে চড়ে বসেছে সংস্থা। টেসলার গাড়ির অটোপাইলটে এই গোলযোগ এনএইচটিএসএ-এর নজরে প্রথম আসে।

জানা গেছে আমেরিকায় ২০১৫ থেকে বিক্রি হওয়া টেসলার সমস্ত গাড়ির অটোপাইলট সিস্টেম বিনামূল্যে পরীক্ষা করে দেখা হবে। সমাধানের উপায় হিসেবে সফটওয়্যারে আপডেট দেওয়া হতে পারে। যা সেল্ফ ড্রাইভিংয়ের সময় চালককে সতর্ক থাকার জন্য বার্তা দেবে। এই প্রসঙ্গে এনএইচটিএসএ জানিয়েছে, “অটোমোটেড টেকনোলজি সুরক্ষা উন্নয়নের প্রতি ব্যাপকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” এও বলা হয়, “আজকের পদক্ষেপ কেবলমাত্র অটোমোটেড সিস্টেমের সুরক্ষা বৃদ্ধির একটি নিদর্শন।”

প্রসঙ্গত, রাস্তায় চলার সময় সামনের গাড়ি ও যাত্রীদের অবস্থান বোঝার জন্য টেসলার অটোপাইলট সিস্টেম ক্যামেরা এবং সেন্সরের ব্যবহার করে। গাড়ি সুরক্ষিত পথে চলছে কিনা, তা দেখার জন্য লেন মার্কারের উপর নজর রাখা হয়। অতীতে টেসলার সিইও ইলন মাস্ক বলেছিলেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু অটোপাইলট একদমই নয়।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

47 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago