Tesla Semi Truck: ডিজেল ট্রাকের দিন শেষ, 800 কিমি মাইলেজ যুক্ত ইলেকট্রিক ট্রাক এনে বিশ্বকে চমকে দিল টেসলা

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যাপারে জানেন না এমন লোক পাওয়া খুব দুষ্কর। বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। সে অটোমেটিক ইলেকট্রিক গাড়ি হোক কিংবা আচমকা কর্মী ছাঁটাই, সবকিছুতেই সংবাদের কেন্দ্রবিন্দুতে ইলন মাস্ক। তাঁর মালিকানাধীন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি সংস্থার টেসলা সম্প্রতি তাদের প্রথম ইলেকট্রিক সেমি ট্রাক লঞ্চের ঘোষণা করেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর গত ২রা ডিসেম্বর লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক ট্রাক। পূর্বনির্ধারিতভাবেই প্রথম লটের ট্রাক ডেলিভারি দেওয়া হয় সফট ড্রিংকস প্রস্তুতকারী সংস্থা পেপসিকে (Pepsi)। তারা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ডিজেল ট্রাকের পরিবর্তে এই ব্যাটারী চালিত ট্রাক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল বহুদিন আগেই। আর সেই মতো টেসলাকে ট্রাকের বরাত দিয়েছিল তারা। প্রতিটি ট্রাকের শুধু বরাত দিতে পেপসিকে খরচ করতে হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালে যখন টেসলার তরফে ফিউচারিস্টিক স্টাইলের ব্যাটারি চালিত সেমি ট্র্যাকের একটি ধারণা সর্বসম্মুখে আনা হয় এবং ২০১৯ সাল থেকেই এর প্রোডাকশন চালু হওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। মাঝে অপ্রত্যাশিতভাবে এসে পড়ে করোনার মত বিশ্বব্যাপী ভয়ঙ্কর রোগ। যে কারণেই যন্ত্রাংশের ঘাটতি এবং যোগান শৃঙ্খলের সমস্যায় উৎপাদনকার্যে যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি হয়। শেষমেষ পরিস্থিতির স্বাভাবিক হতেই তড়িঘড়ি এই ডিসেম্বরেই আত্মপ্রকাশ করল এই সেমি ইলেকট্রিক কমার্শিয়াল ট্রাক।

এই লঞ্চের অনুষ্ঠানে ইলন মাস্ক তার এই ট্রাকগুলিকে Pepsi ও Frito Lay কোম্পানির লোগোতে মুড়িয়ে আনেন। তার দাবি মত এই ট্রাকগুলি ৮১,০০০ পাউন্ড ওজন নিয়ে প্রতি চার্জে ৮০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারবে। এমনকি ব্যাটারি চালিত এই ট্রাকগুলি যাতে রাস্তায় সাবলীল ভাবে চলতে পারে সে কারণে সম্মুখভাগকে বুলেটের মতো ডিজাইন দেওয়া হয়েছে। ড্রাইভারের জন্যও রয়েছে চওড়া উইন্ডস্ক্রিন, দাড়ানোর জায়গা, ১৫ ইঞ্চির দুটি টাচ স্ক্রিন, ওয়ারলেস ফোন চার্জিং সহ আরো অনেক প্রযুক্তি রয়েছে এতে।

টেসলার কর্ণধার ইলন মাস্ক বলেন, এই ট্রাকগুলিকে ভবিষ্যতের কথা ভেবেই তৈরি হয়েছে। এমনকি সংস্থার দাবি এই সেমি ট্র্যাকগুলি সাধারণ ডিজেল চালিত ট্রাকের থেকে তিনগুণ বেশি শক্তিশালী এবং এদের সক্ষমতা পরীক্ষা করার জন্য তাদের ইঞ্জিনিয়াররা কঠিনতর অবস্থায় এগুলির পরীক্ষা করেছে।

টুইটের মাধ্যমে টেসলা কর্তৃপক্ষ দাবি করেছেন, “সেমি ট্রাকগুলিতে ট্রাই মোটর সিস্টেম এবং কার্বন যুক্ত রোটর ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রথমটি সর্বোত্তম ক্ষমতা প্রয়োগ ও বাকি দুটি যথার্থ টর্কের মাধ্যমে গতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে”। ২০১৭ সালে এর আবরণ উন্মোচন করার সময় টেসলা জানিয়েছিল ৩০০ মাইল ও ৫০০ মাইল দুটি রেঞ্জেই আসবে তাদের এই ট্রাকগুলি। ৩০০ মাইল রেঞ্জ সমৃদ্ধ ইলেকট্রিক ট্রাকের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১.২২ কোটি টাকা। অন্যদিকে ৫০০ মাইল রেঞ্জ যুক্ত মডেলের দাম পড়বে প্রায় ১.৪৭ কোটি টাকা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

লঞ্চের দোড়গোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

29 mins ago

Cristiano Ronaldo: ২ দিনে ১২০ মিলিয়ন দর্শক পেলেন রোনাল্ডো, কত টাকা আয় করলেন এইনো‌ পর্যন্ত ইউটিউব থেকে?

ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন চর্চায়। ইউটিউবে নিজের নতুন চ্যানেল 'ইউআর-ক্রিশ্চিয়ানো' চালু করে একদিনে বেশ…

1 hour ago

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

11 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

11 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

12 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

14 hours ago