Categories: Automobile

Tesla India: দেশে কারখানার জমি খুঁজতে আমেরিকা থেকে বিশেষ দল পাঠাচ্ছে টেসলা

ব্যবসা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিদেশি অটোমোবাইল কোম্পানি ভারতের সম্ভাবনাময় বাজারে পদার্পণ করছে। সেই তালিকায় ইতিমধ্যেই নাম তুলেছে Tesla-র অন্যতম প্রতিদ্বন্দ্বী BYD। দেখাদেখি এবারে ধনকুবের ইলন মাস্ক-এর সংস্থা টেসলার সে পথে এগোনোর খবর সামনে এসেছে। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি, দেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়ার জন্য জমি খোঁজার উদ্দেশ্যে এপ্রিলের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি দল পাঠাবে কোম্পানি। 2 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসবে তারা।

ভারতে কারখানার জমি খোঁজার জন্য দল পাঠাচ্ছে Tesla

ভারতের যেসব রাজ্যে গাড়ির শিল্প তালুক রয়েছে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হবে। এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত এবং তামিলনাড়ু। যদিও এই প্রসঙ্গে টেসলার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে গত মাসে, কয়েকটি নির্দিষ্ট বৈদ্যুতিক গাড়ির উপর আমদানি শুল্ক কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে শর্তসাপেক্ষে বলা হয়েছে, যে সমস্ত কোম্পানি ভারতে কমপক্ষে 500 মিলিয়ন ডলার লগ্নি করে 3 বছরের মধ্যে দেশের মাটিতে গাড়ির উৎপাদন শুরু করবে, কেবলমাত্র তারাই আমদানি করে ছাড় পাবে। তাই তড়িঘড়ি টেসলার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অনেকেই জানেন, দীর্ঘদিন ধরেই ভারতে ব্যবসার জন্য মার্কিন সংস্থা ও কেন্দ্র সরকারের মধ্যে কথাবার্তা চলছিল। টেসলার দাবি ছিল, এ দেশে ইলেকট্রিক ভেহিকেল আমদানি করে বিক্রি করার জন্য আমদানি শুল্ক 100% থেকে কমানো হোক। কিন্তু দেশের ভারী শিল্প মন্ত্রকে তরফে সেসময় সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, আমদানি করার বদলে এদেশে কারখানা গড়ে গাড়ি বিক্রি করুক টেসলা।

প্রসঙ্গত, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার ছোট হলেও বর্ধনশীল। বর্তমানে এই বাজারে নেতৃত্ব দিচ্ছে Tata Motors। 2023-এ বিক্রি হওয়া মোট যানবাহনের মধ্যে 2 শতাংশ ছিল ইলেকট্রিক। 2030-এর মধ্যে তা বেড়ে 30% করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার। যাই হোক, ভারতের বাজারে টেসলার পদার্পণ ঘটলে ইভি মডেলের চাহিদায় নতুন দিশা আসতে পারে। গত বছর জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সাথে বৈঠক করেছিলেন ইলন মাস্ক।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

12 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago