বিক্রির নিরিখে ভারতসেরা Tata Nexon SUV, মারুতিকে পিছনে ঠেলে দ্বিতীয় স্থানে Hyundai

ভারতের এসইউভি (SUV) সেগমেন্টে নিত্যনতুন মডেলের সম্ভার যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমন প্রতি মাসে বিক্রির সংখ্যাও পাল্লা দিয়ে বাড়তে দেখা যাচ্ছে। বর্তমানে এই সেগমেন্টটি দেশের মধ্যে বৃহত্তম। বিক্রির নিরিখে বর্তমানে গাড়ির বাজারে এসইউভি মডেল মেরুদন্ডের ভূমিকা পালন করছে। এই প্রতিবেদনে এপ্রিল ২০২৩-এ দেশের সর্বাধিক বিক্রিত ১০টি এসইউভি গাড়ির সম্পর্কে আলোচনা করা হল।

Tata Nexon

এবছর মার্চে বিক্রির নিরিখে Tata Nexon তার মূল প্রতিপক্ষ Maruti Suzuki Brezza-র কাছে পরাজিত হলেও, এপ্রিলে ফের নিজের মহিমা দেখালো। ১৫,০০২ ইউনিট বেচাকেনার মাধ্যমে নিজের হারানো স্থান ফিরে পেল Nexon। বর্তমানে শীর্ষস্থানে থাকা গাড়িটির আগের বছর এপ্রিলে বেচাকেনা হয়েছিল ১৩,৪৭১। ফলে আগের বারের তুলনায় বিক্রি ১০% বৃদ্ধি পেয়েছে। মার্চে নেক্সনের ১৪,৭৬৯ ইউনিট বেচেছিল টাটা।

Hyundai Creta

হুন্ডাইয়ের ফ্ল্যাগশিপ Creta গেল মাসে নিজের বিক্রি অনেকটাই বাড়িয়েছে। এপ্রিলে গাড়িটির মোট ১৪,১৮৬ ইউনিট বিক্রি হয়েছে। এ বছর মার্চে গাড়িটির ১৪,০২৬ ইউনিট বিক্রি হয়েছিল। আগের বছর এপ্রিলে ক্রেতাদের হাতে ১২,৬৫১টি এই গাড়ির চাবি তুলে দিয়েছিল হুন্ডাই। ফলে এবারে ১২ শতাংশ বিক্রি বৃদ্ধি পেতে দেখা গেছে।

Maruti Brezza

মার্চে তালিকার শীর্ষস্থান দখল করলেও এপ্রিলের বেচাকেনার নিরিখে তৃতীয় স্থানে নেমে এল Maruti Brezza। আগের মাসে গাড়িটি মোট ১১,৮৩৬ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। যেখানে মার্চে বিক্রি হয়েছিল ১৬,২২৭ ইউনিট।

Tata Punch

টাটার মাইক্রো এসইউভি Punch সিএনজি ভার্সনে লঞ্চ হতে চলেছে। আগের মাসে মোট ১০,৯৩ ভারতীয় গাড়িটি বাড়ি নিয়ে এসেছেন। এ বছর মার্চে এটি বিক্রি হয়েছিল ১০,৮৯৪ ইউনিট। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে গাড়িটির বেচাকেনার পরিমাণ ছিল ১০,১৩২ ইউনিট।

Hyundai Venue

Creta-র পর সর্বাধিক বিক্রিত এসইউভি-র তালিকায় Hyundai Venue স্থান পেয়েছে। আগের মাসে মোট ১০,৩৪২ ইউনিট বিক্রিবাটা হয়েছে এর। মার্চে বেচাকেনার পরিমাণ ছিল ১০,০২৪ ইউনিট। যেখানে আগের বছর ওই সময়ে গাড়িটির ৮,৩৯২টি মডেল বিক্রির সাক্ষী থেকেছিল হুন্ডাই।

গত মাসে লঞ্চের পরই কামাল দেখালো Maruti Fronx

Kia Sonet ও Mahindra Scorpio আগের মাসে যথাক্রমে ৯,৭৪৪ ইউনিট ও ৯,৬১৭ ইউনিট বিক্রির ফলে তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে জায়গা পেয়েছে। গত মাসের লঞ্চের পরই ৮,৭৮৪ ইউনিট বিক্রির নিরিখে অষ্টম স্থানে জায়গা দখল করেছে Maruti Fronx। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Maruti Grand Vitara ও Kia Seltos। আগের মাসে এদের বিক্রিবাটা হয়েছে যথাক্রমে ৭,৭৪২ ইউনিট ও ৭,২১৩ ইউনিট।