Categories: Automobile

Top 10 Cars in January: গত মাসেও দাপট অব্যাহত মারুতির, টপ টেন বেস্ট সেলিং গাড়ির লিস্টে তাদেরই 7 মডেল

প্রকাশিত হল ২০২৩-এর জানুয়ারিতে ভারতে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির তালিকা। বরাবরের মতো এবারও বৃহত্তম সংস্থার তকমা ধরে রাখল মারুতি সুজুকি (Maruti Suzuki)। সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রথম দশটি গাড়ির মধ্যে সাতটিই হল ইন্দো-জাপানি সংস্থাটির। বাকি তিনটির মধ্যে একটি হুন্ডাই (Hyundai) এবং দুটি টাটা মোটরস (Tata Motors)-এর। আসুন গত সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকাটি দেখে নেওয়া যাক।

Maruti Alto

বিগত কয়েক মাস বাদে হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছে মারুতি অল্টো। বেশ কিছুদিন তালিকার শীর্ষস্থানে দেখা গেলেও আগের মাসে স্থানচ্যূতি ঘটেছিল। গত মাসে গাড়িটির ২১,৪১১ ইউনিট নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। ২০২২-এর জানুয়ারিতে বেচাকেনার পরিমাণ ১২,৩৪২ থাকায় গত মাসের বিক্রিতে ৭০% উত্থান ঘটতে দেখা গেছে। গত বছর এই হ্যাচব্যাক গাড়িটি নতুন ভার্সনে লঞ্চ হয়েছিল। দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Maruti WagonR

বক্সি ডিজাইনের হ্যাচব্যাক গাড়ি ওয়াগনআর ২০২২ এর জানুয়ারিতে মোট ২০,৪৬৬ জন নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গাড়িটি গত বছর ওই সময়ে ২০,৩৩৪ জন নতুন ক্রেতার মুখ দেখেছিল। ফলে গত বারের তুলনায় এবারে সামান্য বিক্রি বেড়েছে।

Maruti Swift

হ্যাচব্যাক মডেলের সুইফ্ট আগের মাসে ১৬,৪৪০ ইউনিট বিক্রি হয়েছে। যদিও আগের বছরের ওই সময়ে বেচাকেনার সংখ্যা ছিল ১৯,১০৮। তবে ২০২২এর ডিসেম্বরের (১২,০৬১) চাইতে গত মাসে বিক্রি বাড়তে দেখা গেছে। এর নতুন প্রজন্মের মডেলটি এ বছরের শেষের দিকে বাজারে আনতে পারে মারুতি সুজুকি।

Maruti Baleno

গত মাসে তালিকার চতুর্থ স্থানে থাকা প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি ব্যালেনো-র ১৬,৩৫৭টি মডেল বিক্রি করতে পেরেছে মারুতি সুজুকি। যেখানে আগের বছরে ওই সময় বেচাকেনার পরিমাণ ছিল ৬,৭৯১। গত বছর গাড়িটির নতুন ভার্সন লঞ্চের কারণেই বিক্রিতে এই জোয়ার বলে মনে করা হচ্ছে।

Tata Nexon

ফের সর্বাধিক বিক্রিত এসইউভি (SUV) সেগমেন্টে নেতৃত্ব প্রদানকারী মডেল হিসেবে উঠে এলো টাটা নেক্সন-এর নাম। এটি আইসিই এবং ইভি – দুই অবতারে বেছে নেওয়া যায়। গত মাসে মোট ১৫,৫৬৭ জন ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে টাটা। আগের বছরের প্রথম মাসে বিক্রির অঙ্কটি ছিল ১৩,৮১৬। আবার ডিসেম্বরে এটি ১২,০৫৩ ইউনিট বিক্রি হয়েছিল।

Hyundai Creta

হুন্ডাইয়ের বেস্ট-সেলিং কম্প্যাক্ট এসইউভি ক্রেটা তালিকার ষষ্ঠ স্থান দখল করেছে। দীর্ঘ ওয়েটিং পিরিয়ড থাকা সত্ত্বেও গত মাসে এটি মোট ১৫,০৩৭ জন নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। আগের বছর ওই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৯,৮৬৯ ইউনিট।

Maruti Brezza

তালিকার সাত নম্বর জায়গা করে নিয়েছে মারুতি ব্রেজা। নতুন ভার্সনে লঞ্চ হওয়া গাড়িটি এ বছরের প্রথম মাসে ১৪,৩৫৯ জন ক্রেতার মুখ দেখেছে। ২০২২ এর জানুয়ারিতে গাড়িটির বেচাকেনা হয়েছিল ৯,৭৫৬ ইউনিট।

Tata Punch

বর্তমানে ভারতের সর্বাধিক সুরক্ষিত গাড়ি টাটা পাঞ্চ তালিকার অষ্টম স্থান দখল করেছে। আগের মাসে গাড়িটি মোট ১২,০০৬ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। ২০২২-এর জানুয়ারিতে এটি মোট ১০,০২৭ জন গ্রাহকের সন্ধান দিয়েছিল।

Maruti Eeco

সদ্য নয়া সংস্করণে হাজির হওয়া মারুতি ইকো নিজের বিক্রি কিছুটা বাড়াতে পেরেছে। আগের বছর জানুয়ারিতে এটি ১০,৫২৮ ইউনিট বিক্রি হলেও, গত মাসে গাড়িটি মোট ১১,৭০৯ জন ক্রেতার গ্যারেজে নিজের জায়গা করে নিয়েছে।

Maruti Dzire

তালিকার সর্বশেষ স্থানে রয়েছে মারুতি ডিজায়ার। আগের মাসে সেডান গাড়িটি বিক্রি হয়েছে ১১,৩১৭ ইউনিট। যেখানে এক বছর আগের ওই সময়ে বেচাকেনার সংখ্যা ছিল বেশ কিছুটা বেশি, যা ১৪,৯৬৭ ইউনিট।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago