72 কিমি পর্যন্ত মাইলেজ দেয়, সবচেয়ে কম তেল খাওয়ার জন্য সুনাম এই 10 মোটরসাইকেলের

ভারতের সর্বত্র জ্বালানি তেলের ঝাঁঝালো মূল্যে নাজেহাল দেশবাসী। পাম্পে তেল ভরাতে গেলেই পকেট হচ্ছে গড়ের মাঠ। যদিও পূর্বের দূরাবস্থা কিছুটা হলেও পাল্টেছে। এমতাবস্থায় সকলের নজর বেশি মাইলেজের মোটরসাইকেলের দিকে। কম খরচে বেশি রাস্তা চলার সুযোগ হাতছাড়া করতে নারাজ অনেকেই। এই প্রতিবেদনে তাই এদেশের বাজারে উপলব্ধ দশটি সেরা মাইলেজের বাইকের হদিশ রইল।

Bajaj Platina 100

বর্তমানে ভারতের সর্বাধিক জ্বালানি সাশ্রয়কারী মোটরসাইকেল হিসেবে নিজের জাত চিনিয়েছে Bajaj Platina 100। ১ লিটার পেট্রলে এটি ৭২ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। বাইকটিতে রয়েছে সুন্দর গ্রাফিক্স, অ্যালয় হুইল, এলইডি ডিআরএল এবং একটি ইলেকট্রিক স্টার্ট। ৬৮,৭৫৫ টাকা (এক্স-শোরুম) মূল্যের Platina 100-এর ইঞ্জিন থেকে ৭.৯১ বিএইচপি শক্তি উৎপন্ন হয়।

TVS Sport

দেশের দ্বিতীয় সর্বাধিক মাইলেজ প্রদানকারী মোটরসাইকেল হল TVS Sport। ১ লিটার পেট্রোলে ৭০ কিলোমিটার পথ ছুটতে পারে এটি। ৬৮,০৮০ টাকা মূল্যের বাইকটিতে রয়েছে ১০৯ সিসি ইঞ্জিন, যা থেকে ৮.১৮ বিএইচপি শক্তি উৎপাদিত হয়।

Bajaj Platina 110

মাইলেজের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে Bajaj Platina 110। এটির মাইলেজও ৭০ কিমি/লিটার। এতে উপস্থিত একটি ১০০ সিসি ইঞ্জিন। বাইকটির বর্তমান বাজার মূল্য ৭১,১১০ টাকা (এক্স-শোরুম)।

Bajaj CT 110

এক লিটার পেট্রোলে ৭০ কিলোমিটার পথ চলতে পারার সক্ষমতার জন্য সেরা মাইলেজের বাইকের তালিকার চতুর্থ স্থান দখল করেছে Bajaj CT 110। এতে উপস্থিত ইঞ্জিনের আউটপুট ৮.৬ বিএইচপি। CT 110-এর দাম ৬৭,৬৯৩ টাকা (এক্স-শোরুম)।

TVS Star City Plus

তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে TVS Star City Plus-এর নাম। ১ লিটার জ্বালানিতে বাইকটি ৬৮ কিলোমিটার রাস্তা ছোট। ফিচার হিসেবে রয়েছে এলইডি ডিআরএল, ডুয়েল টোন মিরর, ইউএসবি মোবাইল চার্জার, অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন ইত্যাদি। এর ইঞ্জিনের আউটপুট ৮.০৮ বিএইচপি।

তালিকায় মাইলেজের দিক থেকে ছ’নম্বরে আছে Honda SP 125। ৮৫,২৩৭ টাকা দামের বাইকটি ৬৫ কিমি/লিটার মাইলেজ প্রদান করে। সপ্তম স্থানে উঠে এসেছে Hero HF Deluxe-এর নাম। এটিও এক লিটারে ৬৫ কিমি পথ ছোটে। এর দাম ৫৯,৮৯০ টাকা।

অষ্টম স্থানের দখলদার ৫৯,৯২৫ টাকা মূল্যের TVS Radeon। এটিও ৬৫ কিমি/লিটার মাইলেজ দেয়। পরবর্তী স্থানটি দখল করেছে Honda CD 110 Dream। ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজের বাইকটির দাম ৭০,৩১৫ টাকা। তালিকার সর্বশেষ স্থানে রয়েছে Hero Splendor Plus। ৭২,৭২৮ টাকা মূল্যের মোটরবাইকটি এক লিটার পেট্রোলে ৬০ কিলোমিটার দৌড়ায়।