পেট্রলের দ্বিগুণ মাইলেজ! 5 লাখি এই CNG গাড়ি কিনলে তেল খরচ থেকে চিরতরে মুক্তি

মাইলেজ বেশি ও জ্বালানি খরচ কম — এই দুই কারণে সিএনজি পরিচালিত গাড়ি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। পরিবেশবান্ধব হওয়ার কারণে সরকারের তরফে এই ধরনের…

Top 3 Cheapest Cng Cars In India To Buy In 2024

মাইলেজ বেশি ও জ্বালানি খরচ কম — এই দুই কারণে সিএনজি পরিচালিত গাড়ি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। পরিবেশবান্ধব হওয়ার কারণে সরকারের তরফে এই ধরনের গ্যাস চালিত গাড়ি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। যার কারণে সিএনজি-র প্রতি ঝোঁক বাড়ছে আমজনতার। ভারতে টাটা, মারুতি, টয়োটা এবং হুন্ডাই সিএনজি যাত্রী গাড়ি বিক্রি করে। তার মধ্যে এমন কিছু মডেল আছে যাদের দাম হাতের লাগালের মধ্যে। চলুন দেখে নিই বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা সিএনজি গাড়ি কোনগুলি।

মারুতি সুজুকি অল্টো কে১০ সিএনজি

বিএস-৬ নির্গমন বিধির কারণে অল্টো ৮০০-র উৎপাদন বন্ধ হওয়ার পর বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা সিএনজি গাড়ি হল মারুতি অল্টো কে১০। এটি হার্টটেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। এটির সিএনজি ভ্যারিয়েন্টের দাম ৫.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। পেট্রল মডেলে ১.২ লিটার ইঞ্জিন থাকলেও, সিএনজি ভার্সনে ১.০ লিটার ইঞ্জিন রয়েছে, যা থেকে ৫৬ বিএইচপি শক্তি এবং ৮২.১ এনএম টর্ক পাওয়া যায়। অল্টো কে১০ সিএনজি প্রতি কেজিতে ৩৩.৮৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

মারুতি সুজুকি এস-প্রেসো সিএনজি

অল্টো কে১০-এর পর দেশের অন্যতম সস্তা সিএনজি গাড়ির নাম হল এস-প্রেসো। মিনি এসইউভি স্টাইলের এই গাড়ির এলএক্সআই ও ভিএক্সআই ভ্যারিয়েন্টে ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিট রয়েছে। ৯৯৮ সিসির ইঞ্জিন থেকে সিএনজি মোডে সর্বোচ্চ ৫৬ বিএইচপি শক্তি এবং ৮২.১ এনএম টর্ক উৎপন্ন হয়। এস-প্রেসো সিএনজি থেকে প্রতি কেজিতে ৩২.৭৩ কিলোমিটার মাইলেজ মেলে। দাম ৫.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

মারুতি সুজুকি সেলেরিও সিএনজি

ভারতের তৃতীয় সর্বাধিক সস্তার সিএনজি গাড়ি হল মারুতি সুজুকি ওয়াগনআর। এটির এলএক্সআই ভ্যারিয়েন্টে ১.০ লিটার ইঞ্জিন সহ সিএনজি কিট রয়েছে। যার আউটপুট ৫৬ বিএইচপি এবং ৮২.১ এনএম। ওয়াগনআর সিএনজি ৩৪.০৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। গাড়িটির সিএনজি ভার্সন কিনতে ৬.৪৪ লক্ষ (এক্স-শোরুম) টাকা খরচ হয়।