Hero খেল দেখাবে, 125 থেকে 440 সিসির 3 দুর্ধর্ষ মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে সংস্থা

হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি হার্লে ডেভিডসনের (Harley-Davidson) সঙ্গে জুটি বেঁধে প্রিমিয়াম মোটরসাইকেল X440 লঞ্চ করেছে। আবার এ সপ্তাহেই Xtreme 160R 4V-এর বড় ভার্সন Xtreme…

হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি হার্লে ডেভিডসনের (Harley-Davidson) সঙ্গে জুটি বেঁধে প্রিমিয়াম মোটরসাইকেল X440 লঞ্চ করেছে। আবার এ সপ্তাহেই Xtreme 160R 4V-এর বড় ভার্সন Xtreme 200S বাইকটি ফোর ভাল্ভ ভার্সনে হাজির করেছে। জানা গেছে, বর্তমানে একঝাঁক মোটরসাইকেলের ওপর কাজ করছে দেশের টু-হুইলার নির্মাতা সংস্থাটি। যার মধ্যে একটি ৪২০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনের। এটি হবে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল। এই প্রতিবেদনে হিরোর আসন্ন তিনটি মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

Hero Karizma XMR 210

কিছু মাস আগে ডিলারদের সাথে গোপন বৈঠকে হিরো তাদের একসময়কার জনপ্রিয় মোটরসাইকেল Karizma-র নতুন ভার্সনের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি Karizma XMR 210 নামে বাজারে আসবে। ডিজাইনের দিক থেকে পুরনো মডেলের থেকে অনেকাংশেই অনুপ্রাণিত এটি। একটি নতুন ২১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন সহ হাজির হবে বাইকটি। যা ২৫ বিএইচপি-র বেশি শক্তি উৎপন্ন করবে। ট্রান্সমিশন হিসেবে থাকছে ৬টি গিয়ারবক্স।

আশা করা হচ্ছে, হিরো আসন্ন বাইকটির প্রতিপক্ষদের দামের সাথে সামঞ্জস্য রেখেই এর মূল্য নির্ধারণ করবে। ফুলফেয়ার্ড সুপারস্পোর্ট বাইকটি Bajaj Pulsar RS200, Suzuki Gixxer SF 250 ও Yamaha R15 V4-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় শামিল হবে। ফিচার হিসেবে থাকছে, অল ডিজিটাল ক্লাস্টার, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মোনোশক রিয়ার সাসপেনশন, ক্লিপ-অন হ্যান্ডেলবার, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম সহ ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে হাজির হবে বাইকটি।

Hero 440cc মোটরসাইকেল

বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাণকারী হিরো বর্তমানে তাদের Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে একটি নতুন মোটরসাইকেলের উন্নয়নে হাত লাগিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি নাকি Yamaha MT-01 পাওয়ার ক্রুজার বাইককে অনুসরণ করবে। ২০২৪-এর মার্চ নাগাদ বাজারে আসতে যারে বাইকটি। এতে ২৭ বিএইচপি ও ৩৮ এনএম টর্ক উৎপাদনকারী ৪৪০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হবে।

Hero 125cc মোটরসাইকেল

উপরিউক্ত দুটি বাইক ছাড়া হিরো-কে সম্প্রতি একটি নতুন ১২৫ সিসি স্পোর্টি মোটরসাইকেলের টেস্টিং চালাতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এটি TVS Raider 125-এর সাথে টক্কর চালাবে। আগামী এক বছরের মধ্যেই বাজারে আসতে চলেছে বাইকটি। স্পাই ছবি দেখে মনে করা হয়েছে, উৎপাদনের জন্য প্রস্তুত এটি। যাতে স্লিক ফ্রন্ট এন্ড, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট এবং ইন্টিগ্রেটেড এলইডি টার্ন সিগনাল সহ অ্যাঙ্গুলার হেডলাইটের দেখা মিলেছে। চালিকাশক্তি জোগাতে থাকছে ১২৫ সিসি ইঞ্জিন। যা হিরোর এন্ট্রি-লেভেল কমিউটার মডেলের তুলনায় বেশি শক্তি উৎপাদন করবে।