সস্তা স্কুটার থেকে নতুন Apache বাইক, পুজোর আগে TVS কী কী মডেল লঞ্চ করছে দেখুন

প্রতি বছর সবচেয়ে টু-হুইলার মডেল তথা আপডেট ভার্সন লঞ্চের জন্য টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র দেশজোড়া...
SUMAN 14 Aug 2023 12:03 PM IST

প্রতি বছর সবচেয়ে টু-হুইলার মডেল তথা আপডেট ভার্সন লঞ্চের জন্য টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র দেশজোড়া সুখ্যাতি। সম্প্রতি বাজারে তাদের লেটেস্ট লঞ্চ হিসেবে Raider Super Squad Edition এসেছে। যার দাম ৯৮,৯১৯ টাকা (এক্স-শোরুম)। পুজো প্রায় আসতে গেল। তার আগে টিভিএস আরও তিনটি দু’চাকার গাড়ি হাজির করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে খবর। কোন কোন মডেল আসছে তাহলে? চলুন জেনে নেওয়া যাক।

TVS Apache RTR 310

Apache RR 310 স্পোর্টস বাইকের নেকেড ভার্সন সেপ্টেম্বরে লঞ্চ করবে টিভিএস। এটি ভারতে Apache RTX নামে উপস্থিত হতে পারে। কারণ উক্ত নামের জন্য সংস্থা সম্প্রতি এদেশে ট্রেডমার্ক দায়ের করেছে। এতে ব্যবহৃত একটি ৩১২ সিসি ইঞ্জিন থেকে ৩৪ এইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। সম্প্রতি ফাঁস হওয়া ছবিতে বাইকটির পেছনের অংশ দেখা গিয়েছে। Apache RR 310-এর সাথে ডিজাইনে ভিন্নতা থাকলেও, এদের এগজস্ট সমান।

অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে বাইকটি একটি ডুয়েল সেট এলইডি হেডল্যাম্প, এক্সটেনশন সমেত একটি বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক এবং প্রিমিয়াম মিরর সেট সহ দর্শন দিয়েছে। এতে আপডেট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যা RR 310-এর চাইতে আলাদা।

কম দামি TVS iQube

TVS iQube-এর টপ-এন্ড ভার্সন ST এখনও লঞ্চ হয়নি। পাশাপাশি সংস্থা তাদের এই বৈদ্যুতিক স্কুটারের একটি সস্তা মডেলের উপর কাজ করছে বলে জানা গেছে। Ola S1 Air ও Ather 450S-এর লঞ্চের পর এটি বাজারে আনার প্রস্তুতির গতি তরান্বিত করেছে সংস্থা।

এদিকে ফেম-২ প্রকল্পে ভর্তুকি কমানোর ফলে প্রায় সমস্ত ইলেকট্রিক স্কুটারের দাম বাড়াতে বাধ্য হয়েছিল কোম্পানিগুলি। ফলে এই বর্ধিত মূল্যের বোঝা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে টিভিএস তুলনামূলক কম দামি ব্যাটারি স্কুটার আনছে বলে অনুমান। বর্তমানে iQube ৩.০৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে উপলব্ধ। তবে আসন্ন মডেলে কম ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। এতে রেঞ্জের পরিমাণেও সঙ্কোচন দেখা যাবে।

TVS Creon

প্রতিপক্ষদের দেখাদেখি টিভিএস-ও বৈদ্যুতিক স্কুটারের সম্ভার বাড়াতে কোমর বেঁধেছে। এবারে তারা একটি নতুন প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করছে। যা ২৩ আগস্ট, ২০২৩ বাজারে হাজির করা হবে। ২০১৮ ফটো এক্সপো-তে প্রদর্শিত সংস্থার ইলেকট্রিক কনসেপ্ট মডেল TVS Creon এর উপর ভিত্তি করে নতুন মডেলটি আনা হতে পারে। এটি ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বাজারে আসবে।

টিজার ছবিতে স্কুটারটিতে একটি ভার্টিকালি স্ট্যাক হেডল্যাম্প সেটআপের দেখা মিলেছে। যা Creon-এর কনসেপ্ট মডেলটিতেও লক্ষ্য করা গিয়েছিল। যাতে একটি ১১.৭৬ কিলোওয়াট মোটর দেওয়া হয়েছিল। এটির আউটপুট ১৫.৭ বিএইচপি। যদিও স্কুটার প্রোডাকশন ভার্সনে কিছু পরিবর্তন নজরে পড়বে বলেই অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story