তেল ফুরালে চলবে ব্যাটারিতে, মারুতি সুজুকি, টয়োটার স্ট্রং হাইব্রিড গাড়ি বাজার কাঁপাচ্ছে
পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমরা সকলেই অবগত। বিভিন্ন দেশ ইতিমধ্যে সম্পূর্ণরূপে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার...পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমরা সকলেই অবগত। বিভিন্ন দেশ ইতিমধ্যে সম্পূর্ণরূপে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর জন্য মূলত দায়ী যে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি, তার উপর নিষেধাজ্ঞা জারি করে ধীরে ধীরে ব্যাটারি চালিত বা হাইব্রিড প্রযুক্তিতে তৈরি গাড়ি বাজার দখল করতে শুরু করেছে। এছাড়াও আমাদের মাথায় রাখতে হবে জীবাশ্ম জ্বালানির ভান্ডার অতি সীমিত। তাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার না করে যাতে কিছু সঞ্চয় করে রাখা যায় তাই জ্বালানি খরচ কমিয়ে ফেলার সময় এসেছে এখনই।
সেই ভাবনা থেকে এখন বাজারে শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি নয় বরং স্ট্রং হাইব্রিড গাড়ির চাহিদাও তুঙ্গে। এই ধরনের গাড়ি জ্বালানি তেলের পাশাপাশি শুধুমাত্র ব্যাটারিতে চালানোর ব্যবস্থাও রয়েছে। আবার ইঞ্জিনের থেকে শক্তি নিয়ে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের মাধ্যমে ব্যাটারি নিজে থেকে চার্জ হওয়ার সুবিধা বর্তমান। হালে এমন প্রযুক্তির অনেক গাড়ি ভারতে লঞ্চ হয়েছে। এই প্রতিবেদনে দেশের টপ ফাইভ ভ্যালু ফর মানি স্ট্রং হাইব্রিড প্রযুক্তির গাড়ির তালিকা রইল।
Toyota Urban Cruiser Hyryder:
এদেশে বাজেট ফ্রেন্ডলি যেসব স্ট্রং হাইব্রিড গাড়ি রয়েছে তার মধ্যে টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার অন্যতম। সাধ্যের মধ্যে থাকা এই মডেলটির এক্স শোরুম প্রাইস ১৬.২১ লাখ টাকা। পরিবেশ সচেতন গ্রাহকদের জন্য জ্বালানি ও ব্যাটারির কম্পিনেশনে চলা গাড়ি হিসেবে একেবারে আদর্শ হাইব্রিড মডেলটি হলো টয়োটা আরবান ক্রুজার।
Maruti Suzuki Grand Vitara:
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা। এর Zeta Plus CVT DT সংস্করণটি একটি স্ট্রং হাইব্রিড প্রযুক্তি সম্পন্ন গাড়ি। এমনিতেই ভারতের অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে বিগত কয়েক দশক ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মারুতি সুজুকি। সেদিন থেকে বিচার করে এই সংস্থার তৈরি গ্র্যান্ড ভিটারা হাইব্রিড মডেলটি যথেষ্ট তাৎপর্য বহন করে। এর এক্স শোরুম মূল্য ১৮.৪৫ লাখ টাকা।
Honda City e: HEV:
Honda সিটির এই e:HEV V CVT সংস্করণটি স্ট্রং হাইব্রিড মডেলের ব্যাটারি চালিত গাড়িগুলির মধ্যে অন্যতম সেরা। ১৮.৮৯ লাখ (এক্স শোরুম) মূল্যে উপলব্ধ হোন্ডা সিটির এই মডেলটিতে স্টাইলিশ ডিজাইন এবং হাইব্রিড প্রযুক্তির মেলবন্ধন চোখে পড়বে। পরিবেশবান্ধব তথা জ্বালানি সাশ্রয়ী এই সেডান সেগমেন্টের গাড়িটি নিঃসন্দেহে আপনার বিশ্বাসযোগ্য হতে পারবে।
Toyota Innova Hycross:
যেসব গ্রাহকরা গাড়ির অভ্যন্তরীণ জায়গা এবং পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে থাকেন তাদের জন্য টয়োটা ইনোভার ৭ সিট যুক্ত এই স্ট্রং হাইব্রিড সংস্করণটি নিঃসন্দেহে উপযুক্ত বিকল্প। বর্তমানে এর এক্স শোরুম মূল্য ২৫.০৩ লাখ টাকা। একদিকে যেমন এটির অন্দরমহল বিশেষভাবে তৈরি তেমনই পারফরম্যান্সের দিক থেকেও এতে বহুমুখী বৈশিষ্ট্য বিদ্যমান। জ্বালানি সাশ্রয়ী পারিবারিক গাড়ি হিসাবে সাতসিট বিশিষ্ট এই হাইব্রিড এমপিভি আপনাকে ও আপনার পরিবারকে অবশ্যই সন্তুষ্ট করবে।
Toyota Camry Hybrid:
তালিকার পঞ্চম স্থানে রয়েছে টয়োটা কেমরির হাইব্রিড ভার্সন। ৪৫.৭১ লাখ টাকা এক্স শোরুম প্রাইসে উপলব্ধ বিলাসবহুল এই স্ট্রং হাইব্রিড মডেলটি থেকে আপনি প্রিমিয়াম মানের গাড়ি চালানোর অভিজ্ঞতা পেতে পারেন। শুধু তাই নয়, উন্নত হাইব্রিড প্রযুক্তির পাশাপাশি এর স্লিক ডিজাইন, অত্যাধুনিক উন্নত ফিচার ও স্ট্রং হাইব্রিড সক্ষমতা গ্রাহকের নজর কাড়বে। সুতরাং আপনি যদি বিলাসবহুল পরিবেশবান্ধব গাড়ি খুঁজে থাকেন তাহলে টয়োটা কেমরি আপনার অন্যতম সেরা বিকল্প।