কোনো অ্যাপ ছাড়াই লুকিয়ে দেখুন WhatsApp স্ট্যাটাস, তিনটি সেরা ট্রিকস সম্পর্কে জেনে নিন

WhatsApp স্ট্যাটাস চেক করলেও কেউ জানতে পারবে না, কীভাবে জেনে নিন

এখন WhatsApp-এর স্ট্যাটাস একটি জনপ্রিয় ফিচার। আর কমবেশি প্রতিটি ব্যবহারকারী WhatsApp-এ বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে থাকে। তবে অন্যের স্ট্যাটাস দেখার প্রতি আগ্রহ থাকলেও, অনেক সময় তাদের স্ট্যাটাস আমরা দেখেছি সে কথা জানাতে চাই না। সেক্ষেত্রে জানিয়ে রাখি, WhatsApp-এ এমন অনেক ট্রিকস বা বৈশিষ্ট্য আছে যেগুলির মাধ্যমে আপনি অন্য কারোর স্ট্যাটাস দেখতে পারবেন, কিন্তু বিষয়টি সে জানতে পারবে না। আসুন জেনে নিই সেই সব উপায়গুলি সম্মন্ধে।

Read Receipt বন্ধ করে দিন (Android/iOS)

WhatsApp অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদেরই Read Receipt বন্ধ করার অপশন দেয়। এই ফিচারের মাধ্যমে কারোর অজান্তেই মেসেজ পড়া যায়। তাছাড়াও, এই ফিচারটি নিশ্চিত করে যে, আপনি যখন কোনো ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন, তখন তার হিস্ট্রিতে আপনার নাম দেখানো হবে না। আর এই ফিচারটি এনাবল করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন।

  • প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
  • তারপর সেটিংস এ যান।
  • সেখানে প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
  • এরপর স্ক্রল করে Read Receipt অপশনে যান।
  • সেখানে গিয়ে টগলটি অন করুন।

অ্যান্ড্রয়েড ফোনে ফাইল ম্যানেজারের মাধ্যমে স্ট্যাটাস দেখুন

আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হন, তাহলে আপনি আপনার ডিভাইসের ফাইল ম্যানেজারে গিয়ে হোয়াটসঅ্যাপ ফাইলের মাধ্যমে স্ট্যাটাস দেখতে পারবেন। এর জন্য আপনাকে কয়েকটি সহজ কৌশল অবলম্বন করতে হবে। যেমন,

  • প্রথমে ফাইল ম্যানেজার এ যান।
  • সেখান থেকে ইন্টারনাল স্টোরেজে যান।
  • এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে থেকে Media/.Statuses অপশনে ট্যাপ করুন।
  • এরপর আপনি এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখুন।
  • আর আপনি যদি এই ফোল্ডারটি খুঁজে না পান তাহলে ফাইল ম্যানেজার সেটিংসে গিয়ে Show Hidden Files অপশনটি এনাবল করুন।

কিছু কিছু ফোনে আবার Internal Storage> Android > Media > com.whatsapp > WhatsApp > Media-তে যাবার পর এই অপশনটি পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ ওয়েবের সিক্রেট মোডে স্ট্যাটাস অ্যাক্সেস করুন

যারা পিসি বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ চালাতে চান, তারা এই সিক্রেট ট্যাবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করতে পারেন। আর এখানে লগইন করে আপনি আপনার কন্টাক্ট লিস্ট-এর যেকোনো স্ট্যাটাস চেক করতে পারবেন। আর এর জন্য আপনাকে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হল-

  • প্রথমে আপনার ল্যাপটপ বা পিসিতে ক্রোম ব্রাউজার খুলুন।
  • তারপর একটি ইনকগনিটো ট্যাব ওপেন করুন।
  • এবার web.whatsapp.com ওয়েবসাইটটি খুলে ডিভাইস লিঙ্ক করার জন্য অন স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
  • একবার লগইন হয়ে গেলে স্ট্যাটাস আইকনে ক্লিক করুন এবং স্ট্যাটাস গুলি লোড হতে দিন।
  • এরপর ওয়াইফাই বন্ধ করে অফলাইনে স্ট্যাটাসগুলি দেখুন।
  • তারপর ইনকগনিটো ট্যাবগুলি বন্ধ করুন।