এই iPhone গ্রাহকরা পাবে ১৮৮৫ টাকা, জানুন কেন

এবার আইফোন ইউজাররা ঘরে বসে পেতে পারেন ২৫ ডলার। যা প্রায় ১,৮৮৫ টাকার সমান। কিন্তু হঠাৎ এমন কি হল যে Apple তাদের আইফোন গ্রাহকদের টাকা দিচ্ছে? আসুন জেনে নিই পুরো ঘটনা।

আসলে অ্যাপল তার বিতর্কিত ব্যাটারিগেট মামলা নিষ্পত্তি করতে সম্মত হয়েছে। তাই সংস্থাটি এখন কিছু আইফোন ইউজারকে ২৫ ডলার অর্থাৎ ১৮৮৫ টাকা দেবে, যাদের আইফোন বিনা নোটিশে স্লো হয়ে গিয়েছিল।

অ্যাপলের “Batterygate” কেস ২০১৭ সালের অন্যতম প্রযুক্তিগত বিতর্কিত ঘটনা। একটি সফ্টওয়্যার আপডেটের পর কিছু আইফোন স্লো হয়ে গিয়েছিলো, এমনকি ফোনের ব্যাটারিও ভালো কাজ করছিল না। প্রমাণিত হয়েছে অ্যাপল তরফে ইচ্ছে করেই এমনটা করা হয়েছিল, তবে তারা সাফাই দিয়েছে আইফোনগুলিকে হঠাৎ শর্টডাউন থেকে বাঁচানোর জন্য এমনটা করা হয়েছিল। তারা মনে করেছিল এতে ডিভাইসের ব্যাটারি সংরক্ষিত হবে।

যাইহোক জনপ্রিয় প্রযুক্তি সংস্থাটি এই ঘটনার ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে রাজি। মনে করা হচ্ছে, এর জন্য অ্যাপলকে ৩১০ মিলিয়ন থেকে ৫০০ মিলিয়ন অবধি ডলার ব্যয় করতে হতে পারে।

কোন কোন iPhone-এ ক্ষতিপূরণ পাওয়া যাবে?

সূত্র অনুসারে, iPhone 6, 6 Plus, 6s, 6s Plus, iPhone 7, 7 Plus এবং iPhone SE ডিভাইসে ক্ষতিপূরণ পাওয়া যাবে। এর জন্য ৬ অক্টোবরের আগে, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে হবে। এছাড়া মেল করেও ক্ষতিপূরণ দাবি করা যাবে। তবে তার জন্য আইফোনটি অবশ্যই ২০১৭ সালের ২১শে ডিসেম্বরের আগে কেনা হতে হবে।